অকালে চুল পাকা রোধ করবে ঘরে তৈরি এই তেল

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৪

অকালে চুল পাকা রোধ করবে ঘরে তৈরি এই তেল

ডেস্ক রিপোর্ট: সময়ের আগেই চুলে বার্ধক্যের ছোঁয়া দেখা দিয়েছে?বিভিন্ন কারণে আজকাল খুব দ্রুতই অনেকেই চুলে পাক ধরে যায়। পুষ্টির অভাব, দূষণ, ধূমপান হতে পারে চুলের অকালে পেকে যাওয়ার কারণ। অনেক সময় অতিরিক্ত দুশ্চিন্তায়ও চুল পেকে যায় তাড়াতাড়ি। অকালে চুল পাকা রোধ করতে সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি ধূমপানের অভ্যাস ত্যাগ করাও জরুরি। পাশাপাশি ব্যবহার করতে পারেন বিশেষ একটি তেল। চুলে পাক ধরলে দ্রুত ব্যবহার শুরু করুন এই তেল। ধূসর চুল কালো হয়ে যাবে। জেনে নিন কীভাবে ঘরেই বানিয়ে ফেলবেন এই তেল। যা যা লাগবে-
৩-৪ টুকরা আমলকী
৪ টেবিল চামচ নারকেল তেল
মুঠো ভর্তি কারি পাতা
যেভাবে তেল তৈরি ও ব্যবহার করবেন-একটি সসপ্যানে নারকেল তেল, আমলকী ও কারি পাতা একসঙ্গে গরমকরুন। ১৫ মিনিট পর চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ছেঁকে তেল আলাদা করে নিন। চুলের গোড়ায় এই তেল লাগিয়ে ম্যাসাজ করুন কিছুক্ষণ। ১ ঘণ্টা অপেক্ষা করে এরপর ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। এক দিন পরপর ব্যবহার করুন এই তেল।