প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
যুক্তরাষ্ট্র অফিস: ডোনাল্ড ট্রাম্প যদি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারে তবে
তিনি পশ্চিমা সামরিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেবেন বলে
সতর্ক করেছেন ট্রাম্পের শাসনামলের জাতীয় নিরাপত্তাবিষয়ক সাবেক উপদেষ্টা জন
বোলটন। তিনি মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের সাংবাদিক ও লেখক জিম
স্কিউটোর কাছে এ কথা বলেছেন।
‘দ্য রিটার্ন অফ গ্রেট পাওয়ারস’ নামে একটি বই লিখেছেন জিম স্কিউটো। বইটি
আগামী মার্চের ১২ তারিখে প্রকাশিত হওয়ার কথা রয়েছে। ওই বইয়ে জিম স্কাউটো
লিখেছেন- ট্রাম্প ও বাইডেনের প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা জন বোলটন
আমাকে বলেছেন, আসন্ন নভেম্বরের নির্বাচনে ট্রাম্প যদি বাইডেনকে পরাজিত করে
পুনরায় প্রেসিডেন্ট হন, তবে যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে যাবে। তখন ন্যাটো
সত্যিকার অর্থেই বিপদে পড়বে।
এ ছাড়া ট্রাম্পের শাসনামলে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে
দায়িত্বপালনকারী অবসরপ্রাপ্ত জেনারেল জন কেলি বলেন, নিরাপত্তা বিষয়ে ট্রাম্পের
উন্নাসিকতা জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় চুক্তিকেও
প্রভাবিত করবে।
জন বোলটনের বইয়ে জন কেলিকে উদ্ধৃত করে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র
ন্যাটোতে থাকার কোনো যৌক্তিকতাই দেখেন না ট্রাম্প। এমনকি তিনি জাপানে ও
দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনা থাকারও বিরোধী। ট্রাম্প মনে করেন, রুশ প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিন একজন সঠিক ব্যাক্তি এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও
একজন সঠিক মানুষ। যুক্তরাষ্ট্র যদি ন্যাটোর সঙ্গে না থাকত, তাহলে পুতিন যুদ্ধ
বাঁধাতেন না বলেও মনে করেন ট্রাম্প।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest