মার্কিন সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছেন পুতিন: রাশিয়া

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৪

মার্কিন সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছেন পুতিন: রাশিয়া

যুক্তরাষ্ট্র অফিস: মার্কিন টেলিভিশন উপস্থাপককে সাক্ষাৎকার দিয়েছেন রুশ
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একটি সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেছেন
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, মঙ্গলবার সাবেক ফক্স নিউজ
হোস্ট টাকার কার্লসনকে সাক্ষাৎকার দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনে
সামরিক অভিযান পরিচালনার পর এটিই মার্কিন কোনও সাংবাদিককে দেওয়া পুতিনের
প্রথম সাক্ষাৎকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

নিয়মিত সংবাদ সম্মেলনে বুধবার এ বিষয়ে পেসকভ বলেছেন, ইউক্রেন সংঘাত নিয়ে
সাবেক এই ফক্স নিউজ হোস্টের দৃষ্টিভঙ্গি অনেক পশ্চিমা সংবাদমাধ্যমের
‘একতরফা’ প্রতিবেদন থেকে ভিন্ন। তাই কার্লসনকে সাক্ষাৎকার দিতে রাজি
হয়েছিলেন পুতিন।

পেসকভ বলেন, ‘সমগ্র পশ্চিমা দেশগুলোর কথা আসলে তখন বড় বড় নেটওয়ার্ক
মিডিয়া, টিভি চ্যানেল, এবং সংবাদপত্রগুলো কাভারেজের ক্ষেত্রে অন্ততপক্ষে
নিরপেক্ষ হওয়ার জন্য গর্ব করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘এগুলো সব একতরফা অবস্থান নেওয়া মিডিয়া আউটলেট। অবশ্যই
এ জাতীয় মিডিয়ার সঙ্গে যোগাযোগ করার কোনও ইচ্ছা নেই। এর কোনও মানে নেই
এবং তা প্রায় কোনও কাজেই আসে না।’

এ সংক্রান্ত আরও সংবাদ