প্রকাশিত: ৮:২৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৩
অনলাইন ডেস্ক:
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল (এমবিবিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি। এ জন্য এক মাস আগে থেকেই বন্ধ থাকবে কোচিং সেন্টারগুলো।
রোববার ( ২৪ ডিসেম্বর ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
সভায় জানানো হয়, শিক্ষার্থীদের ১১-২৩ জানুয়ারি অনলাইনে আবেদন করতে হবে। ২৪-২৬ জানুয়ারির মধ্যে আবেদন ফি জমা করতে হবে। এবারে ভর্তি ফি বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীদের সব কলেজের চয়েস একবারে দিতে হবে।
আরও জানানো হয়, ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় এমবিবিএস ও ১৮ মার্চ সকাল ১০টায় ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পাস নম্বর ৪০ই থাকবে এবং দ্বিতীয়বার অংশগ্রহণ করা পরীক্ষার্থীদের জন্য ১০ নম্বর কাটা যাবে বলেও সভায় জানানো হয়।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest