যথাযথ ভাব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ‍্য দিয়ে যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর পালিত

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫

যথাযথ ভাব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ‍্য দিয়ে যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর পালিত

বিশেষ প্রতিবেদক :

যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে । সারা মাস রোজা রেখে আল্লাহর নৈকট্য লাভের পর ৩০ মার্চ ঈদুল ফিতরে দেশের সকল মসজিদে মসজিদে ঈদের নামায আদায় হয়েছে । নিউইয়রক সিটির জামাইকা মুসলিম সেন্টার, দারুস সালাম মসজিদ, আবু হুরায়রা মসজিদ, বায়তুল হামদ মসজিদ, জ‍্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, এলমাসট মসজিদ, উডসাইড মসজিদ, দারুল উলুম নিউইয়রক সহ শহরের বিভিন্ন মসজিদে মসজিদে ঈদের নামায আদায় হয়েছে । স্টেটের অন্যায় শহর গুলোতেও ঈদুল ফিতরের নামায হয়েছে । অন‍্যদিকে মুসলিম অধ‍্যুষিত যুকতরাষট্রের নিউজারসি, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, বাফেলো, কেলিফোরনিয়া, ফ্লোরিডাসহ সেইসব এলাকার মসজিদে মসজিদে ঈদের নামায আদায় করে ঈদুল ফিতর পালিত হয়েছে ।

মিশিগানে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ‍্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামায এবার সকলে এক সাথে এক দিনে আদায় করেছেন । গত ৩০ মার্চ রবিবার সকালে স্টেটের বাংলাদেশী আরব অধ্যুষিত হেমট্রামিক, ওয়ারেন, স্টার্লিং হাইটস, ট্রয় সহ সকল মসজিদে সকালে ঈদের নামায আদায় হয়েছে । সারা মাস রোজা রেখে মহান আল্লাহর কাছে গোনাহের মাফ চেয়ে ঈদের দিনে সকলে সকল ভেদাভেদ ভুলে এক কাতারে চলে আসেন । সকল মত ও পথের মুসললিদের মিলনমেলায় পরিণত হয় মসজিদে মসজিদে ।

এছাড়া কিশোর কিশোরী তরুণ তরুণীরা ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটে বেরিয়েছে বাসায় বাসায় । পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা দিয়েছেন হেমট্রামিক সিটির মেয়র প্রার্থী মুহিত মাহমুদ

মিশিগানের বাংলাদেশী অধ্যুষিত স্টেটের অন‍্যতম রাজনীতি সচেতন শহর হেমট্রামিক সিটির মেয়র প্রার্থী বর্তমান সিটি কাউস‍্যনসিলম‍্যান মুহিত মাহমুদ ঈদ শুভেচ্ছা জানিয়েছেন । এক বিবৃতিতে তিনি হেমট্রামিক শহরের সকল শ্রেণী পেশার নাগরিকসহ স্টেটের সকল মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা দিয়েছেন । তিনি তার বিবৃতিতে বলেন, এক মাস সিয়াম সাধনার পর আমরা সবাই যে আজ এক সাথে ঈদ পালন করছি এটা মহান আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া ।

এ সংক্রান্ত আরও সংবাদ