আওয়ামী লীগ আমার পুরোনো দল : শাহজাহান ওমর

প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩

আওয়ামী লীগ আমার পুরোনো দল : শাহজাহান ওমর

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগকে নিজের পুরোনো দল উল্লেখ করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার শাহজাহান ওমর। আজ বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘মাঝখানে অন্য জায়গায় ছিলাম। এখন ফিরে এসেছি।’

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন কি না—এমন প্রশ্নে শাহজাহান ওমর বলেন, ‘না, রেজিস্ট্রারের কাছে কাজ ছিল।’

আপনি তো নতুন দলে যোগ দিয়েছেন। কেমন লাগছে—প্রশ্নে শাহজাহান ওমর বলেন, ‘এটা (আওয়ামী লীগ) আমার পুরোনো দল। মাঝখানে অন্য জায়গায় ছিলাম।’

আইনজীবীদের তোপের মুখে শাহজাহান ওমর
এদিকে বার ভবনে আইনজীবীদের তোপের মুখে পড়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার শাহজাহান ওমর। এ সময় আইনজীবীরা তাঁকে বেইমান, দালালসহ নানা রকম কটু মন্তব্য করেন। পরে তিনি তোপের মুখে পুলিশের পাহারায় সুপ্রিম কোর্ট এলাকা ত্যাগ করেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, ‘শাহজাহান ওমর তাঁর এক জুনিয়রকে আমার চেম্বারে পাঠান তাঁর চেম্বারে যাওয়ার জন্য। আমি তাঁর জুনিয়রকে বলে দিই, মোনাফেকের সঙ্গে দেখা করতে যাব না। পরে শাহজাহান ওমর নিজেই আমার চেম্বারে এসে পোস্টার ছিঁড়েছি কেন, এসব বলে হুমকি দেন। এ সময় আইনজীবীরা তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরে তিনি সুপ্রিম কোর্ট এলাকা ত্যাগ করেন।’

নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে দল থেকে গত ৩০ নভেম্বর বহিষ্কার করা হয়। গত ৪ নভেম্বর শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আর ২৯ নভেম্বর জামিন পান। জামিনে কারাগার থেকে বেরোনোর পরদিনই আওয়ামী লীগে যোগ দিয়ে পান নৌকার মনোনয়ন। এর পরই তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।