প্রকাশিত: ৭:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩
বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের ২৫তম জন্মদিন আজ। ভারতের অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন।
জন্মদিনের প্রথম প্রহরে বন্ধুদের সঙ্গে কেক কেটেছেন অনন্যা। এদিকে প্রথম প্রহরে মেয়ে অনন্যাকে শুভেচ্ছা জানিয়েছেন বাবা চাঙ্কি পান্ডে। ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘শুভ রজতজয়ন্তী আমাদের প্রিয় অনন্যা।’
অনন্যার মা ভাবানা পান্ডেও মেয়েকে শুভেচ্ছা জানিয়েছেন। মেয়ের শৈশবের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার ছোট ড্রামা কুইনের জন্মদিন, অনেক ভালোবাসি তোমাকে।’
সিনেমার বাইরে অনন্যা বেশি চর্চিত আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমে জড়িয়ে। দুজনের কেউ এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও প্রায় একসঙ্গে দেখা যায় তাঁদের। গত শুক্রবার রাতে ডিনার ডেটে যাওয়ার সময় যুগলে ধরা পড়ে যান পাপারাজ্জিদের হাতে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে অনন্যা-আদিত্যকে। ভাইরাল ক্লিপে দেখা গেছে, আদিত্যর বাহু জড়িয়ে রয়েছেন অনন্যা। তাঁর মাথা রাখা আদিত্যর কাঁধে। দুজনেই কারও সঙ্গে খুব হেসে হেসে কথা বলছিলেন।
গত বছর ‘কফি উইথ করণ সিজন ৭’-এ অংশ নেওয়ার পর থেকেই এই গুঞ্জন শুরু হয়েছিল। সেখানেই সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে করণ জোহরই ইঙ্গিত দিয়েছিলেন অনন্যা-আদিত্য একসঙ্গে থাকতে পারেন। চলতি বছরের শুরুতে অনন্যা এবং আদিত্য ইউরোপে সফরে গিয়েছিলেন। তার আগে মাদ্রিদেও একসঙ্গে আর্কটিক মাঙ্কিজ কনসার্টে তাঁদের দেখা গিয়েছিল।
সাম্প্রতিক সাক্ষাৎকারে অনন্যাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁর ব্যক্তিগত জীবন প্রায়ই পেশাগত জীবনকেও ছাপিয়ে যায়। এর উত্তরেও ডেটিং প্রসঙ্গের দিকে ইঙ্গিত করে অনন্যা বলেন, ‘বিষয়টা এ রকম নয়। দুর্ভাগ্যবশত গত এক বছরে আমার কোনো ছবি রিলিজ করেনি। তাই ব্যক্তিগত জীবনের দিকে চোখ পড়ছে সকলের।’
অনন্যাকে এ বছর দেখা গেছে আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ড্রিম গার্ল টু’-তে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ২৫ আগস্ট। প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও বেশ ব্যবসা করেছে সিনেমাটি। অনন্যাকে সামনে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ‘খো গায়ে হাম কাঁহা’ সিনেমায়। সিনেমাটি বছরের শেষে মুক্তির কথা রয়েছে।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest