প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২১
নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. গ্রেস নালেদি মান্দিসা পান্ডর বাংলাদেশের জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নেলসন ম্যান্ডেলা উভয়কেই মানবতার মহান দূরদর্শী নেতা হিসেবে অভিহিত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, সফররত দক্ষিণ আফ্রিকার মন্ত্রী বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
জাদুঘর পরিদর্শন শেষে ড. প্যান্ডর দর্শনার্থীদের বইতে স্বাক্ষর করেন। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতুলনীয় আত্মনিবেদন ও ত্যাগের স্বীকৃতি প্রদান করেন এবং জাতির পিতার মূল্যবোধ ও আদর্শ তুলে ধরেন।
বীরপ্রতীক লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তারা তাকে জাদুঘরে স্বাগত জানান।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী ড. পান্ডরকে বাংলাদেশের জাতীয় ইতিহাসে জাতির পিতার জীবন ও গৌরবময় ঐতিহাসিক ভূমিকা এবং তাঁর সর্বোচ্চ আত্মত্যাগ সম্পর্কে অবহিত করা হয়।
ড. পান্ডর ঢাকায় আইওআরএ’র ২১তম মন্ত্রী পরিষদের বৈঠকে শেষে বাংলাদেশে দ্বিপক্ষীয় সফরে রয়েছেন। পরে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন এমপির সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কৃষি ও সামুদ্রিক অর্থনীতিসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে সহযোগিতা গড়ে তোলার প্রস্তাব করেন। তিনি দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর ও ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।
ড. মোমেন কনস্যুলার ও অন্যান্য সহযোগিতার সুবিধার্থে ঢাকায় একটি কূটনৈতিক প্রতিনিধিত্ব স্থাপনের জন্য দক্ষিণ আফ্রিকা সরকারকে অনুরোধ করেন।
তিনি বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে দক্ষিণ আফ্রিকার অব্যাহত সহযোগিতার পাশাপাশি আইএমও-তে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চান।
ড. পান্ডর বাণিজ্য, অর্থনৈতিক এবং অন্যান্য নির্দিষ্ট ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন।
উভয় পক্ষই বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ব্যবসায়িক প্রতিনিধিদলের সফর বিনিময়ে সম্মত হন।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের রজতজয়ন্তী যথাযথভাবে উদযাপনের বিষয়েও আলোচনা করেছে।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest