প্রকাশিত: ৭:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
বিনোদন ডেস্ক: সানসিল্ক-চ্যানেল আই ১৮ তম মিউজিক অ্যাওয়ার্ডের এবারের আসরে আজীবন সম্মাননায় ভূষিত হলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতজ্ঞ সুজেয় শ্যাম। গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে।
সুজেয় শ্যামের হাতে সম্মাননা তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাবেদ আখতার, সানসিল্কের সিনিয়র হেড অব ক্যাটাগরি হেয়ার অ্যান্ড কেয়ার সাবিত শফিউল্লাহ ও সংগীতজ্ঞ রেজওয়ানা চৌধুরী বন্যা।
এবারের আয়োজনে আজীবন সম্মাননাসহ মোট ২২টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। ‘সুস্থ সংগীতের উৎকর্ষ সাধন’—এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ায় সংগীতের সবচেয়ে বড় আসর ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। এ বছর যার ১৮ তম আয়োজন অনুষ্ঠিত হলো।
আজীবন সম্মাননায় ভূষিত সুজেয় শ্যামআজীবন সম্মাননায় ভূষিত সুজেয় শ্যাম। এবারের পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো—আধুনিক গান-শ্রেষ্ঠ শিল্পী, আধুনিক গান-শ্রেষ্ঠ সুরকার, আধুনিক গান-শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ দ্বৈত সংগীত শিল্পী, শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পী, ছায়াছবির গান-শ্রেষ্ঠ শিল্পী, ছায়াছবির গান-শ্রেষ্ঠ সুরকার, ছায়াছবির গান-শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও শিল্পী, শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ নজরুল সংগীত, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ যন্ত্রশিল্পী (উচ্চাঙ্গ), শ্রেষ্ঠ কণ্ঠ শিল্পী (উচ্চাঙ্গ), বিষয়ভিত্তিক গান শ্রেষ্ঠ শিল্পী, বিষয়ভিত্তিক গান শ্রেষ্ঠ সুরকার, বিষয়ভিত্তিক গান শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ অডিও কোম্পানি ও আজীবন সম্মাননা।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest