লন্ডনে দ্বিবার্ষিক কুরআন প্রতিযোগিতা সম্পন্ন।

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৫

লন্ডনে দ্বিবার্ষিক কুরআন প্রতিযোগিতা সম্পন্ন।

মির্জা আবুল কাসেম,ডেস্ক রিপোর্ট:লন্ডনের মুসলিম কমিউনিটির ছেলেমেয়েদের কুরআন শিক্ষায় উদ্ভোদ্ধ করতে, দ্বিতীয় বার কুরআন প্রতিযোগিতার আয়োজন করে মুসলিম হেল্প।গত ২৭শে সেপ্টেম্বর শনিবার লন্ডন মুসলিম সেন্টারে সকাল ১১টা থেকে এ অনুষ্টান শুরু হয় । বৃহওর লন্ডনের বিভিন্ন জায়গা থেকে ৫০ জন ছেলে-মেয়ে এ কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন । এতে মুসলিম হেল্প এর চেয়ারম্যান জনাব আব্দুছ ছোবহান এর সভাপত্বিতে ও চ্যারিটি কো-অর্ডিনেটর ও টিভি প্রেসেন্টার আকলাকুর রহমান এর পরিচালনায়, বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট টিভি প্রেজেন্টার কারী শেখ আহমেদ হাসান, ইমদাদুর রহমান মাদানি, কাজী লুৎফর রহমান আজহারী, ডঃ আবুল কালাম আজাদ, মাওঃ সালেহ আহমেদ, ডাঃ শেখ মাহমুদ আটেয়া ও মাওলানা আবুল হোসেন.

এতে বিপুল সংখক পুরুষ মহিলা সহ অভিবাবক বৃন্দ উপস্থিত ছিলেন । দুই পর্বের প্রতিযোগিতার মাধ্যমে যাচাই করে ৫ জনকে পুরুষ্কার দেওয়া হয়। পর্যায়ক্রমে প্রথম বিজয়িকে ২টি উমরা টিকিট , দ্বিতীয় ৫০০ পাউন্ড, তৃতীয় ৩০০ পাউন্ট, চতুর্থ ২০০ পাউন্ড ও পন্ঝ্বম ১০০ পুরস্কার দেওয়া হয় এবং বাকি সবাইকে সম্মান সূচক মেডেল ও সার্টিফিকেট বিতরণ করা হয়।এতে কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্তিত ছিলেন, ফাউন্ডার লাইফ মেম্বার মুহাম্মদ রুহানি, মুহাম্মদ আলি, জান্নাতুল ইসলাম, সফিকুল ইসলাম, আশরাফুল হুদা, হুসাইন আহমেদ, ইসলাম উদ্দিন, গাওসুল ইসলাম, সৈয়দ রফিকুল হক প্রমুখ । এই কোরআন প্রতিযোগিতায় পেলেষ্টাইনের জন্য ফান্ডরাইসিং ও দোয়া করা হয় ।

মুসলিম হ্যাল্প এর ফাউন্ডার চেয়ারম্যান জনাব আব্দুছ ছোবহান বলেন, ছেলে মেয়েকে কুরআন শিক্ষা দেওয়ার জন্য মুসলিম কমিউনিটিকে আরো সচেতন ও উৎসাহ মূলক অনুষ্টান পরিচালনা করতে হবে, এতে ছেলে মেয়েরা ইসলাম থেকে বিচ্যুত হবে না । প্রতিযোগিতার মাধ্যমে কোরআনের আলো আরো বিকশিত হবে।উপস্তিত অতিথিবৃন্দ বলেন, কোরআন পডা ও বুঝার মাধ্যমে ইসলামকে সঠিক পথে আলোকিত করবে । কোমলমতি ছেলেমেয়েরা কোরআন প্রতিযোগিতার মাধ্যমে তাদের জ্ঞানকে ইসলামের দিকে বিকশিত করবে । বক্তারা সবার ছেলেমেয়েরদেরকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন ।

এ সংক্রান্ত আরও সংবাদ