প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫
ডেস্ক রিপোর্ট: বিশ্বের সর্বোচ্চ সেতুটি রোববার যান চলাচলের জন্য উন্মুক্ত করেছে চীন। এর মাধ্যমে একই প্রদেশের আরেকটি সেতুকে পিছনে ফেলে নতুন রেকর্ড গড়ল দেশটি।বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতুটি একটি নদী ও বিশাল গিরিখাদের উপর ৬২৫ মিটার (২,০৫১ ফুট) উঁচুতে দাঁড়িয়ে আছে। এটি চীনের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য প্রদেশ গুইঝোতে অবস্থিত, যেখানে ৫৬৫ মিটার উচ্চতার বেইপানজিয়াং সেতুটি এর আগে বিশ্বের সর্বোচ্চ ছিল এবং এখন দ্বিতীয় স্থানে নেমে এসেছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে রোববার সম্প্রচারিত সরাসরি ড্রোন ফুটেজে দেখা যায়, নীল রঙের বিশাল সাপোর্ট টাওয়ার মেঘে ঢাকা অবস্থায়ও যানবাহনগুলো সেতুটি অতিক্রম করছে।
সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পের প্রকৌশলী ও স্থানীয় কর্মকর্তাসহ বহু মানুষ ভিড় জমায়। তারা লাইভ সাক্ষাৎকারে নিজেদের গর্ব ও উচ্ছ্বাস প্রকাশ করেন।প্রাদেশিক পরিবহন দপ্তরের প্রধান ঝাং ইয়িন বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতুর উদ্বোধনের মাধ্যমে দুই পাশের ভ্রমণ সময়কে দুই ঘণ্টা থেকে মাত্র দুই মিনিটে নামিয়ে এনেছে।তিনি আরও বলেন, এর উদ্বোধন আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটাবে এবং এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে।সাম্প্রতিক দশকগুলোতে চীন দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নগরায়নের অংশ হিসেবে বৃহৎ অবকাঠামো খাতে বিপুল বিনিয়োগ করেছে। বিশেষত গুইঝো প্রদেশে হাজার হাজার সেতু নির্মিত হয়েছে। যার মধ্যে এখন বিশ্বের সর্বোচ্চ দুটি সেতুই রয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বিশ্বের সর্বোচ্চ ১০০ সেতুর প্রায় অর্ধেকই এ প্রদেশে অবস্থিত।সিনহুয়া আরও জানায়, হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতুটি নির্মাণে তিন বছরের বেশি সময় লেগেছে। এর মূল স্প্যান ১,৪২০ মিটার, যা এটিকে পাহাড়ি অঞ্চলে নির্মিত বিশ্বের দীর্ঘতম স্প্যানের সেতু হিসেবে স্বীকৃতি দিয়েছে।তবে বিশ্বের সর্বোচ্চ সেতু ছাড়াও, কাঠামোগত উচ্চতার বিচারে বিশ্বের সর্বোচ্চ সেতুর খেতাব এখনো ফ্রান্সের মিলাও ভায়াডাক্টের দখলে, যার উচ্চতা ৩৪৩ মিটার।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest