নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের এজিএম ও নির্বাচন ৮ নভেম্বর

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৫

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের এজিএম  ও নির্বাচন ৮ নভেম্বর

ডেস্ক রিপোর্ট: নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা আগামী ৮ নভেম্বর ২০২৫ শনিবার অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে। গত ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার ক্লাবের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। ক্লাব সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার। সভায় কার্যকরী পরিষদের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার, কোষাধ্যক্ষ রশীদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, দপ্তর সম্পাদক মাহাথির খান ফারুকী, কার্যকরী সদস্য রওশন হক, আবিদুর রহিম ও মোস্তাফিজুর রহমান। অনলাইনে অংশগ্রহন করেন এসএম জাহিদুর রহমান।সভায় ক্লাবের বার্ষিক সাধারণ সভার সময় নির্ধারণ ছাড়াও নির্বাচন কমিশন গঠন, আজীবন ও সাধারণ সদস্য বৃদ্ধি, সদস্যদের মৃত্যু অনুদান, কার্যকরী কমিটির কর্মকর্তা সংখ্যা বৃদ্ধি ও ক্লাবের আগের গঠনতন্ত্রে ফিরে যাওয়া নিয়ে ব্যাপক আলোচনা হয়।সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। ক্লাবের অন্যতম উপদেষ্টা আনোয়ার হোসেইন মঞ্জুকে প্রধান করে এবং উপদেষ্টা এবিএম সালেহ উদ্দীন ও সদস্য চৌধুরী এম আলী কাজলকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এছাড়াও সভায় ১০জন সদস্য এবং ২জন সহযোগি সদস্য হিসেবে অনুমোদন প্রদান করা হয়। যে সকল সদস্য আগামী ৩০ অক্টোবর ২০২৫ রাত ১১:৫৯ মিনিটের মধ্যে বকেয়া চাঁদা পরিশোধ করবেন,কেবল তারাই সাধারণ সভা ও নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করে কার্যকরী কমিটি।