প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫
ডেস্ক রিপোর্ট:অবৈধ অভিবাসন মোকাবেলার অংশ হিসেবে যুক্তরাজ্যে চাকরি করার জন্য ডিজিটাল পরিচয়পত্র বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই স্কিম কার্যকর হলে সেখানে অবৈধভাবে চাকরি করা কঠিন হবে।অন্যদিকে নাগরিকদের অনেক সুবিধাও প্রদান করবে।শনিবার ২৭ সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এদিকে কিয়ার স্টারমারের সিনিয়র মন্ত্রী ড্যারেন জোন্স বলেছেন, এটি আধুনিক রাষ্ট্রের ভিত্তি হতে পারে। তবে, বিরোধী দলগুলোর যুক্তি হলো, এই প্রস্তাবগুলো ছোট নৌকায় করে চ্যানেল পার হওয়া, অভিবাসী বন্ধ করবে না।লন্ডনে অনুষ্ঠিত গ্লোবাল প্রোগ্রেসিভ অ্যাকশন কনফারেন্সে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিসহ রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। এই সমাবেশে কিয়ার স্টারমার তার পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, যুক্তরাজ্যে অবৈধভাবে চাকরি করা খুব সহজ ছিল। কিন্তু এখন নিজেদেরকে ভাবার সুযোগ এসেছে। জনগণের উদ্বেগ দূর করতে কোথায় বাধা তা স্বীকার করার সময় এসেছে।
তিনি আরও বলেন, বিদেশি কর্মীদের শোষণ করে এবং ন্যায্য মজুরি হ্রাস করে এমন শ্রমিকের উপর নির্ভর করা করুণাময় বামপন্থী রাজনীতি নয়। সরল সত্য হল- প্রতিটি জাতির তার সীমান্তের উপর নিয়ন্ত্রণ থাকা উচিত।স্যার কিয়ার স্টারমার সরকার অবৈধ অভিবাসনের সমস্যা মোকাবেলায় চাপের মধ্যে রয়েছে, লেবার পার্টি ক্ষমতায় আসার পর থেকে ৫০ হাজারেরও বেশি অভিবাসী ছোট নৌকায় করে দেশে ঢুকেছে।নতুন ডিজিটাল আইডির পরিকল্পনা ঘোষণা করে স্যার কিয়ার বলেন, এই প্রকল্পটি দেশে অবৈধভাবে কাজ করা আরও কঠিন করে তুলবে, আমাদের সীমান্ত আরও সুরক্ষিত করবে।তিনি আরও বলেন, এটি সাধারণ নাগরিকদের অসংখ্য সুবিধা প্রদান করবে, যেমন পুরনো ইউটিলিটি বিলের জন্য ছুটে বেড়ানোর পরিবর্তে দ্রুত গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো অ্যাক্সেস করার জন্য তাদের পরিচয় প্রমাণ করতে সক্ষম হবে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জোন্স বলেন, যদি আমরা এই ডিজিটাল আইডি সিস্টেমটি কার্যকর করি এবং জনসাধারণকে আমাদের সাথে রাখি, তাহলে এটি হবে আধুনিক রাষ্ট্রের ভিত্তি এবং ভবিষ্যতে সত্যিই জনসেবা করার সুযোগ করে দেবে।আরেক লেবার প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ার বাধ্যতামূলক আইডি কার্ড চালু করার চেষ্টা করেছিলেন কিন্তু ২০১০ সালে কনজারভেটিভ-লিব ডেমোক্র্যাট জোট এই ধারণাটি বাতিল করে দেয়।রক্ষণশীল নেতা কেমি ব্যাডেনোচ বলেছেন, এই পরিকল্পনা নৌকায় করে অভিবাসী আসা থামাতে কিছুই করবে না বরং আইন মেনে চলা নাগরিকদের জন্য ব্যবহৃত হবে। যখন দুষ্টরা মুক্তভাবে ঘুরে বেড়াবে। তিনি তথ্যের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, তথ্য একক ডাটাবেসে রাখা ঝুঁকিপূর্ণ হবে।লিবারেল ডেমোক্র্যাট নেতা স্যার এড ডেভি বলেছেন, তার দল এই প্রকল্প আমাদের কর বিল এবং আমলাতন্ত্রকে আরও বাড়িয়ে তুলবে। একই সাথে চ্যানেল ক্রসিং মোকাবেলায় কিছুই করবে না।বিবিসি রেডিও ৪-এর ওয়ার্ল্ড অ্যাট ওয়ানে সাবেক শ্রম স্বরাষ্ট্র সচিব লর্ড ব্লাঙ্কেট যুক্তি দিয়েছিলেন, সংস্কারগুলো যথেষ্ট শক্তিশালী ছিল না। আমি বিভ্রান্ত, কেন আমাদের এটির প্রয়োজন, কেন এটি ব্যক্তিদের জন্য উপকারী হবে, সে সম্পর্কে অত্যন্ত সুসংগত দৃষ্টিভঙ্গি নিয়ে আসেনি।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest