৯ রানে ৬ উইকেট হারিয়ে টালমাটাল বাংলাদেশ, আতঙ্ক পেরিয়ে নাটকীয় জয়

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৫

৯ রানে ৬ উইকেট হারিয়ে টালমাটাল বাংলাদেশ, আতঙ্ক পেরিয়ে নাটকীয় জয়

ডেস্ক রিপোর্ট:আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টি ম্যাচে রোমাঞ্চ ছড়ানো জয় পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কখনো দাপট, কখনো ভরাডুবি—সব মিলিয়ে নাটকীয়তায় ভরা লড়াই শেষে টাইগাররা জয় তুলে নেয় ৪ উইকেটে।শুরুটা ছিল দারুণ। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন উদ্বোধনী জুটিতে মাত্র ৭১ বলে ১০৯ রান যোগ করেন। রশিদ খান ও মোহাম্মদ নবির মতো বিশ্বমানের স্পিনারদের সামলাতে শুরুতে কোনো সমস্যাই হয়নি। দুজনেই করেন ঝোড়ো ফিফটি—পারভেজ ৩৭ বলে ৫৪ ও তানজিদ ৩৭ বলে ৫১ রান।কিন্তু ১২তম ওভারেই খেলার মোড় ঘোরাতে শুরু করেন আফগান বোলাররা। প্রথমে ফরিদ আহমেদ ফিরিয়ে দেন পারভেজকে। এরপর একের পর এক উইকেট নিয়ে রশিদ খান বাংলাদেশ শিবিরে হানা দেন। মাত্র ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে টাইগাররা।

১১৮ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর ম্যাচ প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল। তখনই দায়িত্ব নেন নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন। শেষ ৪ ওভারে দরকার ছিল ৩৪ রান। ঠান্ডা মাথায় ব্যাট চালিয়ে সোহান ১৩ বলে ২৩ ও রিশাদ ৯ বলে ১৪ রানে অপরাজিত থেকে দলকে লক্ষ্যে পৌঁছে দেন ৮ বল হাতে রেখেই।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান গড়ে ১৫১ রান। বাংলাদেশের বোলাররা শুরুতে দারুণ বোলিং করেন। নাসুম আহমেদ, তানজিম সাকিব ও রিশাদ মিলিয়ে দ্রুত তুলে নেন প্রতিপক্ষের মূল উইকেটগুলো। আফগানদের পক্ষে সবচেয়ে বড় সংগ্রহ আসে রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে—৩১ বলে ৪০ রান। আরেকটু ঝড় তোলেন মোহাম্মদ নবি, ২৫ বলে ৩৮ রানে দলের রান কিছুটা এগিয়ে দেন।রশিদ খানের ঘূর্ণিজাদুতে আতঙ্ক তৈরি হলেও শেষ পর্যন্ত হাসি মুখে মাঠ ছাড়ে টাইগাররা। সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।