লড়াই করে ভারতের কাছে হারল ওমান

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৫

লড়াই করে ভারতের কাছে হারল ওমান

ডেস্ক রিপোর্ট: শক্তিশালী ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই উপহার দিল ওমান। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে হারাতে না পারলেও রোমাঞ্চ ছড়িয়েছে পুরো ম্যাচজুড়ে। ভারতের ১৮৮ রানের জবাবে ওমান শেষ পর্যন্ত ৪ উইকেট হাতে রেখেই সংগ্রহ করে ১৬৭ রান। ফলে ২১ রানে জয় পায় বর্তমান টি–টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নরা।ভারতের ইনিংসে ভরসা ছিলেন সাঞ্জু স্যামসন। তিনি খেলেন ৪৫ বলে ৫৬ রানের ইনিংস, যা ম্যাচসেরার স্বীকৃতি এনে দেয় তাকে। ইনিংসের শুরুতে ঝড়ো ব্যাটিং করেন অভিষেক শর্মা—১৫ বলে করেন ৩৮ রান। মাঝেমধ্যে আকসার প্যাটেল (১৩ বলে ২৬) ও তিলক ভার্মা (১৮ বলে ২৯) ছোট ইনিংস খেললেও দলের রানটা বড় করতে মূল ভূমিকা রাখেন স্যামসন। নির্ধারিত ২০ ওভারে ভারত করে ৮ উইকেটে ১৮৮।

বল হাতে ওমানের হয়ে সবচেয়ে কার্যকর ছিলেন ৪৩ বছর বয়সী আমির কালিম। তিনি ৩ ওভারে ৩১ রান দিয়ে নেন ২ উইকেট। পরে ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। কালিমের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৬৪ রান, যাতে ছিল ৭ চার ও ২ ছক্কার মার। তার সঙ্গী হাম্মাদ মির্জা খেলেন ৩৩ বলে ৫১ রানের ইনিংস। এই জুটিতে গড়ে ওঠে ৯৩ রানের দারুণ পার্টনারশিপ, যা পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে ওমানের ইতিহাসে সর্বোচ্চ দ্বিতীয় উইকেট জুটি।একপর্যায়ে ওমানের হাতে ৯ উইকেট থাকতেই শেষ ১৬ বলে প্রয়োজন ছিল ৪০ রান। তবে কালিম ও হাম্মাদের বিদায়ের পর ভেঙে পড়ে তাদের আশা। ওমানকে অলআউট করতে না পারলেও ভারতের বোলাররা নিয়ন্ত্রণ রাখেন শেষ ওভারে। কুলদিপ যাদব, অর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া ও হর্ষিত রানা নেন একটি করে উইকেট। এই ম্যাচ দিয়ে ভারত গ্রুপ পর্ব শেষ করল টানা তিন জয়ে। অন্যদিকে প্রথমবার অংশ নিয়ে গ্রুপের তিন ম্যাচেই হারল ওমান। ভারতের জন্য ম্যাচটি ছিল নিয়মরক্ষার হলেও বিশেষ দিক থেকে স্মরণীয়। এটি ছিল আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তাদের ২৫০ত