ব্রিটিশ ট্রেজারি ও সিটি মন্ত্রী হলেন লুসি রিগবি

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫

ব্রিটিশ ট্রেজারি ও সিটি মন্ত্রী হলেন লুসি রিগবি

ডেস্ক রিপোর্ট: এহসানুল ইসলাম চৌধুরী শামীম: ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বে মন্ত্রিসভায় রদবদল হয়েছে । এই রদবদলের মধ্যে নর্থাম্পটন নর্থ আসনের এমপি সলিসিটর লুসি রিগবিকে ট্রেজারি ও সিটি মন্ত্রী পদে নিযুক্ত করা হয়েছে।২০২৪ সালের জুলাই মাসে লেবার এমপি নির্বাচিত হওয়ার পর রিগবিকে ২০২৪ সালের ডিসেম্বরে অ্যাটর্নি জেনারেলের অফিসে সলিসিটর জেনারেল হিসেবে সরকারে নিযুক্ত করা হয়। এই নিয়োগের আগে তিনি বিচার মন্ত্রণালয়ে পিপিএস পদে অধিষ্ঠিত ছিলেন। এ প্রতিবেদক এর সাথে একান্ত সাক্ষাৎ কালে নব নিযুক্ত ট্রেজারি ও সিটি মন্ত্রী সলিসিটর লুসি রিগবি বলেছেন, নর্থাম্পটনকে আধুনিক মডেল হিসেবে গড়ে তুলতে চান। এই শহরকে নিয়ে তার অনেক পবিকল্পনা। তিনি উন্নয়নের বিশ্বাসী। তিনি বাংলাদেশী কমিউনিটিরসহ সব কমিউনিটির জন্য কাজ করছেন।এদিকে লুসি রিগবি ট্রেজারি ও সিটি মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় নর্থাম্পটনে বাঙালি কমিউনিটিতে বইছে আনন্দের বন্যা। নর্থাম্পটনে বার বার নির্বাচিত কাউন্সিলর এনামুল হক বলেছেন অতীতের মত রিগবি বাংলাদেশী কমিউনিটির জন্য অনেক কিছু করবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ