ট্রাম্পের যুদ্ধ থামানোর চেষ্টাকে সাধুবাদ জানালেন রাজা চার্লস

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫

ট্রাম্পের যুদ্ধ থামানোর চেষ্টাকে সাধুবাদ জানালেন রাজা চার্লস

ডেস্ক রিপোর্ট:বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে উদ্যোগী হয়েছেন তিনি, আর তাই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করলেন বৃটেনের রাজা তৃতীয় চার্লস। ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের সম্মানে উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় রাজার মুখে ট্রাম্পের প্রশংসা শোনা যায়। কিং চার্লস বলেন, ‘আমাদের দেশগুলো গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টার সমর্থনে একসঙ্গে কাজ করছে। মি. প্রেসিডেন্ট, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শান্তি নিশ্চিত করার জন্য বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংঘাতের সমাধান খুঁজে বের করার জন্য আপনার নিজস্ব ব্যক্তিগত প্রতিশ্রুতি।’ বৃটেন এবং আমেরিকার সুসম্পর্কের ইতিহাস, ঐতিহ্য, প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার কথা উল্লেখ করেছেন কিং চার্লস। তাঁর কথায়, ‘ইউরোপ আবার স্বৈরাচারের মুখোমুখি। এই পরিস্থিতি আমরা এবং আমাদের জোটসঙ্গীরা একযোগে ইউক্রেনের পাশে দাঁড়াচ্ছি। আগ্রাসন সরিয়ে শান্তি ফিরিয়ে আনার জন্য। তবে আপনি বিশ্বের বেশ কিছু সংঘর্ষ যে ভাবে ব্যক্তিগত উদ্যোগে থামানোর চেষ্টা করেছেন, তা প্রশংসনীয়।’

দ্বিতীয় বার প্রেসিডেন্ট পদে বসার আগে ট্রাম্পের দাবি ছিল ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন তিনি, সেটা হয়নি। ট্রাম্প নিজে ভারত–পাকিস্তান যুদ্ধ থামিয়ে দেওয়ার কৃতিত্ব দাবি করলেও ভারত তা মানতে রাজি হয়নি। তবে রাজাকে পাল্টা সৌজন্য দেখিয়েছেন ট্রাম্পও। রাজাকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আমেরিকা–বৃটেন সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। ট্রাম্প ১৬ সেপ্টেম্বর রাতে রাষ্ট্রীয় সফরে দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যে পৌঁছান। পরের দিন উইন্ডসর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লস তাকে স্বাগত জানান। ১৮ সেপ্টেম্বর তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে তার বাসভবন চেকার্সে আলোচনা করবেন বলে জানা গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ