প্রথমবারের মতো মানচিত্রে ‘ফিলিস্তিন’ রাষ্ট্রকে অন্তর্ভুক্ত করেছে যুক্তরাজ্য

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৫

প্রথমবারের মতো মানচিত্রে ‘ফিলিস্তিন’ রাষ্ট্রকে অন্তর্ভুক্ত করেছে যুক্তরাজ্য

ডেস্ক রিপোর্ট:যুক্তরাজ্য সরকার তাদের সরকারি ওয়েবসাইটে ফিলিস্তিনের একটি মানচিত্র আপডেট করেছে। পূর্বে উল্লেখ করা ‘অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল’ লেখার পরিবর্তে এখন ‘ফিলিস্তিন’ লেখা হয়েছে। গতকাল রবিবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় যুক্তরাজ্য সরকার। এর পরেই তাদের ওয়েবসাইটের মানচিত্র ও বিভিন্ন নথিতে ‘অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল’ লেখার পরিবর্তে এখন ‘ফিলিস্তিন’ লেখা হয়েছে। যুক্তরাজ্য গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের বিভিন্ন অংশে—যেমন ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য ভ্রমণ পরামর্শ, বিদেশে যুক্তরাজ্য দূতাবাসের তালিকা এবং অঞ্চলভিত্তিক সরকারি মানচিত্রে আগের উল্লেখগুলো বদলে ‘ফিলিস্তিন’ বসানো হয়েছে। রবিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা শান্তি ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা টিকিয়ে রাখতে কাজ করছি।’

তিনি আরো বলেন, ‘হামাসের কোনো ভবিষ্যৎ নেই। তারা কোনো সরকার বা নিরাপত্তা কাঠামোয় ভূমিকা নিতে পারবে না।’প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ফিলিস্তিনি এবং ইসরায়েলি উভয় জনগণের সমান অধিকার রক্ষা ও শান্তির পথে সমর্থন করার জন্য বৃহত্তর আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে ঘনিষ্ঠ মিত্র কানাডা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে।ব্রিটেন এখন কানাডা ও অস্ট্রেলিয়ার পর তৃতীয় জি-সেভেন দেশ, যারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত একটি সম্মেলনের আগেই এই ঘোষণা এলো।এখানে ফ্রান্সের নেতৃত্বে আরো কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে বলে আশা করা হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ