প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫
ডেস্ক রিপোর্ট: ইরানের পরমাণু নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় শক্তিগুলো মঙ্গলবার তেহরানের শীর্ষ কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছে। কিন্তু এতে সমঝোতার কোনও লক্ষণ দেখা যায়নি।ইউরোপীয় শক্তিগুলো ইরানের কর্মসূচির কারণে শীঘ্রই দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে চাইছে। তবে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছে।এদিকে ইরানের অর্থনীতির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের সময় ঘনিয়ে আসছে।নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়।বৈঠকের আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল সাংবাদিকদের বলেন, ‘ইরান কখনই পরমাণু অস্ত্র অর্জন করবে না।’তিনি আরও বলেন, ‘নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর সম্ভাবনা ক্ষীণ।’এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, ‘তিনি বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে একটি চুক্তি বাস্তবায়নের জন্য সাক্ষাৎ করবেন।তবে তিনি সতর্ক করে বলেছেন, ‘হয় ইরান একটি ইঙ্গিত দেবে এবং শান্তি ও জবাবদিহিতার পথে ফিরে আসবে, না হলে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।’ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করার চাপের কাছে নতি স্বীকার করবে না।তিনি আরো বলেন, ‘আমরা আত্মসমর্পণ করিনি এবং করবও না।’ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘তারা সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।’২০১৫ সালে স্বাক্ষরিত একটি চুক্তির অধীনে স্থগিত জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল এড়াতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ব্রিটিশ, ফরাসি, জার্মান ও ইইউ সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest