দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শুটিং শর্তে কটাক্ষ, ফারহা খানের খোঁচা

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫

দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শুটিং শর্তে কটাক্ষ, ফারহা খানের খোঁচা

ডেস্ক রিপোর্ট: বলিউডের সুপারস্টার দীপিকা পাড়ুকোন সম্প্রতি শুটিং সংক্রান্ত শর্তের কারণে বিতর্কের মুখে পড়েছেন। তিনি ঘোষণা করেছেন, কোনো ছবিতে তিনি দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এই সিদ্ধান্তের কারণে তাকে ইতিমধ্যেই কিছু সিনেমা থেকে বাদ পড়তে হয়েছে।

শোবিজ অঙ্গনে জানা যায়, দীপিকা ‘স্পিরিট’ ছবিতে অংশ নেননি। কারণ তিনি শুটিংয়ের সময় সীমিত রাখতে চেয়েছিলেন এবং পারিশ্রমিক হিসেবে ২০ কোটি রুপি দাবি করেছিলেন। একইভাবে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিকুয়েল থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে। প্রযোজনা সংস্থা জানিয়েছে, এই ধরনের ছবি তৈরি করতে দায়বদ্ধতা প্রয়োজন, তাই দীপিকার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।

ফারহা খান সম্প্রতি তার ব্লগে এই বিষয়টি নিয়ে খোঁচা দিয়েছেন। তিনি বলিউড অভিনেতা রোহিত সরাফের বাড়িতে গেলে তাঁর সঙ্গে গিয়েছিলেন ফারহার ব্যক্তিগত রন্ধনশিল্পী দিলীপও। সেখানে তিনি হালকা হেসে বলেন, দীপিকা শুধু দিনে আট ঘণ্টা শুটিং করেন, তাই কোনো অনুষ্ঠানে বা শোতে আসার জন্য তাঁর সময় নেই। একইসঙ্গে তিনি রোহিতের বাড়ির অন্যান্য দিকও তুলে ধরেছেন এবং সেখানে উপস্থিত ছিলেন রোহিতের মা।

দীপিকার এই শর্ত নিয়ে নেটিজেনদের মধ্যে বিভিন্ন মতামত প্রকাশিত হয়েছে। কেউ সমর্থন জানাচ্ছেন, কেউ আবার বলছেন এই শর্তে তিনি শুটিং হারাচ্ছেন। এই সিদ্ধান্ত মূলত দীপিকার পেশাগত ও ব্যক্তিগত জীবনকে সমন্বয় করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’-এর শুটিং শুরু হয়েছে। এটি তাদের পর্দায় ষষ্ঠ জুটি হিসেবে গোনা হচ্ছে। এর আগে তারা একসঙ্গে অভিনয় করেছিলেন ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’ এবং ‘জওয়ান’ ছবিতে।

শোবিজ অঙ্গনে চলতি বিতর্ক আরও বাড়িয়েছে এমন খবর যে, প্রযোজনা সংস্থা ভিজ্যাজানথি মুভিজ ঘোষণা করেছে, দীপিকা ‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিকুয়েলে থাকবেন না। সংস্থার বক্তব্যে বলা হয়েছে, প্রথম সিনেমা তৈরি করার দীর্ঘ যাত্রার পরও আমরা পার্টনারশিপ খুঁজে পেতে সক্ষম হইনি। তাই সিকুয়েলের জন্য অংশীদারিত্ব হয়নি।