প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫
ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের সদর দপ্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার আগমন ছিল বহুল প্রতীক্ষিত। কিন্তু তাদের আগমনের মুহূর্তেই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা, চলন্ত এসকেলেটরে পা রাখার ঠিক পরেই থেমে গেল যন্ত্রটি।ঘটনার ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যে ঘটনাকে কেউ বলছেন “দুর্ভাগ্যজনক যান্ত্রিক ত্রুটি”, আবার কেউ এর মধ্যে খুঁজছেন “প্রতীকী বার্তা”। ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, জাতিসংঘ ভবনের মূল এসকেলেটরে ট্রাম্প দম্পতি পা রাখেন। তাদের পেছনে অবস্থান করছিলেন এক ভিডিয়োগ্রাফার, যিনি পেছনের দিকে হেঁটে দৃশ্য ধারণ করছিলেন। এর কিছু সেকেন্ডের মধ্যেই এসকেলেটরটি আচমকাই থেমে যায়।ট্রাম্প ও মেলানিয়া হালকা বিরক্তি প্রকাশ করলেও, কিছু না বলে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসেন। জাতিসংঘের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এসকেলেটরের একটি নিরাপত্তা সেন্সর কাজ করেছে, যা সম্ভবত ট্রাম্পের ভিডিয়োগ্রাফারের পেছনের দিকে হাঁটার কারণে সক্রিয় হয়। এক বিবৃতিতে বলা হয়: “এই ধরনের সেন্সর যেকোনো অস্বাভাবিক বা বিপজ্জনক পরিস্থিতি টের পেলেই স্বয়ংক্রিয়ভাবে এসকেলেটর বন্ধ করে দেয়। এটি নিরাপত্তা ব্যবস্থার অংশ, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়।” বিষয়টি নিয়ে পরবর্তী একটি বক্তব্যে ট্রাম্প বলেন: “এসকেলেটর থেমে গেল, টেলিপ্রম্পটার কাজ করলো না, সবকিছু যেন একসাথে। এটা কি কাকতালীয়, নাকি কিছু বলা হচ্ছে আমাদের?”যদিও জাতিসংঘ কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে ঘটনাটি নিছক একটি প্রযুক্তিগত ত্রুটি ছিল, তবুও ট্রাম্পের রাজনৈতিক শিবির এটিকে একটি বার্তা হিসেবেই দেখছে। রাজনীতির মাঠে এটি কতদূর প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে। তবে একটি এসকেলেটরের হঠাৎ থেমে যাওয়াও যে কত বড় আলোড়ন তুলতে পারে, তা আবারও প্রমাণিত হলো।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest