প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩
বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’ সিনেমার বহু প্রতীক্ষিত ট্রেলার। অ্যাকশনে ভরপুর ২ মিনিট ৫১ সেকেন্ডের ট্রেলার প্রকাশ্যে আসতেই উত্তেজনার পারদ বাড়ল আরও।
সপ্তাহ দু-এক আগে প্রকাশ্যে এসেছিল ‘টাইগার’-এর টিজার। আর তাতেই তোলপাড় হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। আর আজ সোমবার ট্রেলার প্রকাশের পরই বুঝিয়ে দিয়েছেন তিনিই বলিউডের সুলতান। ধুন্ধুমার অ্যাকশনের মেজাজেই সিনেমার পর্দায় টাইগার হিসেবে ফিরছেন বলিউড ভাইজান সালমান।
যশরাজ ফিল্মসের এই ছবির ট্রেলারের শুরুতেই ধরা দিলেন সালমানের ‘লাভ’ সিনেমার নায়িকা রেভতী। তাঁকে বলতে শোনা গেল, ‘দেশের শান্তি আর দেশের শত্রুর মধ্যেকার ব্যবধান কতটা? মাত্র একজন ব্যক্তির’। এরপরই অ্যাকশন মুডে দেখা যায় টাইগারকে। অন্যদিকে প্রতিশোধের আগুনে জ্বলছেন ভিলেন ইমরান হাশমি। টাইগারের দেশ, পরিবার সব ধ্বংস করে দেওয়ার শপথ তাঁর।
ট্রেলারে ক্যাটরিনা কাইফকে বেশকটি অ্যাকশন সিকুয়েন্সে দেখা গেছে। বিয়ের পর বক্স অফিসে ক্যাটরিনার একমাত্র রিলিজ ছিল ফোন ভূত। এবার পাওয়ার প্যাক অবতারে ফিরছেন ‘জোয়া’ চরিত্রে ক্যাটরিনা। ট্রেলারে তাঁর ক্ষিপ্রতা নজর কেড়েছে।
বহুদিন ধরেই সালমানের এই সিনেমার অপেক্ষায় ছিলেন তাঁর ভক্তরা। মণীশ শর্মা পরিচালিত যশরাজ ফিল্মসের ‘এক থা টাইগার’ মুক্তি পেয়েছিল ২০১২ সালে। তার পাঁচ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। এর পর থেকেই ‘টাইগার ৩’ র অপেক্ষায় ছিলেন সালমানভক্তরা। আসন্ন দিওয়ালিতে তাঁদের অপেক্ষার অবসান হতে চলেছে। ৬ বছরের বিরতি পর মুক্তি পেতে যাচ্ছে ‘টাইগার ৩’।
‘টাইগার ৩’ হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে আগামী ১০ নভেম্বর। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ২০১৯ সালের ভারত সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান আর ক্যাটরিনাকে।
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবিতে আরও অভিনয় করেছেন–আশুতোষ রাণা, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা। সালমানের ‘টাইগার ৩’ তে সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির হতে পারেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দের ব্লকবাস্টার পাঠানের পর আবারও এক পর্দায় টাইগার ও পাঠানকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন দর্শকেরা।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest