প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৫
বিনোদন ডেস্ক:
সময়ের জনপ্রিয় দুই সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। প্লেব্যাকেও সমানতালে কাজ করে যাচ্ছেন দুজন। এবারের রোজার ঈদে মুক্তির অপেক্ষায় থাকা একাধিক গানে জুটি হয়ে গেয়েছেন তাঁরা। গত মঙ্গলবার রাতে প্রকাশ পাওয়া ‘জ্বীন থ্রি’ সিনেমায় ইমরান ও কনার গাওয়া ‘কন্যা’ গানে যেন ঈদের আগেই তৈরি হলো ঈদের আমেজ। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও বুঁদ হয়েছেন কন্যায়। কন্যার রেশ কাটতে না কাটতেই আরেক সিনেমার গান নিয়ে হাজির ইমরান ও কনা। গতকাল প্রকাশ পেয়েছে ‘জংলি’ সিনেমার ‘বন্ধু গো শোনো’ গানটি।
‘এ আমার কী হলো, পাগল পাগল লাগে, হাওয়া এসে জানিয়ে দিল, এমন তো হয়নি আগে’, এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সংগীতায়োজন করেছেন ইমরান।
নতুন গানটি নিয়ে ইমরান বলেন, ‘পুরোপুরি রোমান্টিক ঘরানার গান এটি। শুনলে মনে হবে আপনি কোথাও হারিয়ে যাচ্ছেন প্রিয়জনের সঙ্গে। আমি যে ধরনের গান করি, ঠিক তেমন একটা গান। আমার খুব পছন্দের একটি গান হয়েছে। কন্যা যেমন ভালো লেগেছে, তেমনি বন্ধু গো শোনো গানটি নিয়েও আমি আশাবাদী।’
কনা বলেন, ‘কন্যা হচ্ছে উৎসবকেন্দ্রিক গান, আর বন্ধু গো একেবারেই প্রেমের গান। কন্যা প্রকাশের পর মিডিয়ার সহকর্মীরা সবাই পছন্দ করেছেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, ভালো ভালো কথা বলছেন। এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। আশা করছি বন্ধু গো শোনো গানটিও সবার হৃদয় ছুঁয়ে যাবে।’
বন্ধু গো শোনো গানের ভিডিওতে দেখা গেল সিয়াম আহমেদ ও শবনম বুবলীর প্রেম। জংলির এই গানটি নিয়ে সিয়াম বলেন, ‘আমি আর বুবলী দুজনই নাইন্টিজ কিড। নাইন্টিজের ওই সময়টা আমরা চাইলেও ভুলতে পারি না। সে সময়ের সিনেমা, সে সময়ের গান, সে সময়ের সরলতা, সবকিছু এখনো খুব আপন লাগে। প্রিন্স মাহমুদকে যখন আমরা আমাদের সিনেমার গানের জন্য পাই, তখন আমরা তাঁকে আবদার করি, সেই সময়ের মতো একটা ভালোবাসার গান আমরা করতে চাই। সেখান থেকে তিনি উপহার দিলেন বন্ধু গো শোনো।’
অ্যাকশন ঘরানায় জংলি বানিয়েছেন এম রাহিম। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান প্রমুখ।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest