প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫
বিনোদন ডেস্ক:
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য জেনি। এ দলের আরেক সদস্য রোজির মতো জেনিও দলীয় কার্যক্রমের পাশাপাশি মন দিয়েছেন একক ক্যারিয়ারে। নিয়মিত বিরতিতে প্রকাশ করছেন একক গান। জেনির নতুন গান ‘লাইক জেনি’ আসবে ৭ মার্চ। তবে প্রকাশের আগেই গানটি নিয়ে বিতর্কের মুখে পড়েছেন জেনি। অনেকে নকলের অভিযোগ তুলেছেন লাইক জেনি গানটির বিরুদ্ধে।
ইনস্টাগ্রামে সম্প্রতি গানটির ৯ সেকেন্ডের টিজার প্রকাশ করেছেন জেনি। এ গানে ব্যবহৃত মিউজিকের সঙ্গে আশ্চর্যজনক মিল পাওয়া গেছে একটি হিন্দি গানের। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় আলিয়া অভিনীত চরিত্রের থিম হিসেবে যে মিউজিক ব্যবহৃত হয়েছিল, তার সঙ্গে মিল পাওয়া গেল জেনির গানের। দুটির ট্র্যাকের বিট, হুক ও সুরের মধ্যে হবহু মিল খুঁজে পেয়েছেন শ্রোতারা।
সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। পক্ষে-বিপক্ষে চলছে বাদানুবাদ। রকি অউর রানি কি প্রেম কাহানি সিনেমার মিউজিক করেছিলেন প্রীতম। এর আগে প্রীতমের বিরুদ্ধে অনেকবার বিদেশি গান হুবহু টুকে দেওয়ার অভিযোগ উঠেছিল। অনেকে তাই আফসোসের স্বরে বলছেন, জেনির এমন কী হলো, শেষ পর্যন্ত প্রীতমের মিউজিক কপি করতে হলো তাঁকে!
অনেকে আবার জেনির পক্ষেও কথা বলছেন। এক্সে একজন কে-পপ ভক্ত দাবি করেছেন, এর আগে প্রীতম একটি কোরিয়ান গান থেকে নোট টু নোট মেরে দিয়ে পেহলি নাজার গানটি বানিয়েছিলেন। কোনো ক্রেডিট দেওয়ার প্রয়োজন মনে করেননি। রকি অউর রানি কি প্রেম কাহানি সিনেমার থিমও কোনো কোরিয়ান গান থেকে মেরে দিয়েছেন প্রীতম। প্রীতমের গানকে কপি করেননি জেনি, বরং সে-ই জনপ্রিয় গানের অনুপ্রেরণায় নতুন গানটি তৈরি করেছেন। লাইক জেনি গানটি প্রকাশের সময় সেই গানের ক্রেডিট নিশ্চয়ই দেবেন জেনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি ব্ল্যাকপিঙ্ক গায়িকা।
লাইক জেনি গানটি স্থান পেয়েছে জেনির ‘রুবি’ অ্যালবামে। এটি তাঁর প্রথম স্টুডিও অ্যালবাম। প্রকাশ পাবে ৭ মার্চ। এ অ্যালবাম নিয়ে সারা বিশ্বের কে-পপ ভক্তদের মধ্যে তুমুল উন্মাদনা চলছে। ৪ মার্চ পর্যন্ত সাড়ে ৪ লাখের বেশি শ্রোতা প্রি-অর্ডার দিয়েছেন। সিডি, ক্যাসেট, ডিজিটাল ডাউনলোড ও স্ট্রিমিং—নানাভাবে ‘রুবি’ অ্যালবামের গানগুলো উপভোগ করতে পারবেন শ্রোতারা।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest