মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে শঙ্কায় যুদ্ধবিরতি

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে শঙ্কায় যুদ্ধবিরতি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

গাজা যুদ্ধে ইসরায়েলের প্রধান লক্ষ্যের প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রবিবার (১৬ ফেব্রুয়ারি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নির্মূল হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রুবিও বলেছেন, হামাসকে সরকার বা সামরিক শক্তি হিসেবে কার্যক্রম চালিয়ে যাতে দেওয়া ঠিক হচ্ছে না। যতক্ষণ তাদের কাছে শাসন বা শক্তি প্রয়োগের সক্ষমতা থাকবে, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা পুরোপুরিই অসম্ভব। গোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করতে হবে।

তার বক্তব্যে হামাস ও ইসরায়েলের মধ্যে এখনও কার্যকর নাজুক যুদ্ধবিরতি চুক্তি স্থায়ীকরণে জটিলতা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলের হাতে দীর্ঘদিন ধরে নাস্তানাবুদ হওয়ার পরও দলটি টিকে তো আছেই, এখনও তারা গাজার প্রধান নিয়ন্ত্রক শক্তি।

রবিবার ইসরায়েলে পৌঁছানোর মধ্যে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মধ্যপ্রাচ্য সফর শুরু করেন রুবিও। ট্রাম্পের গাজা প্রস্তাবের কারণে এই সফরে আরব নেতাদের বিরোধিতা সামলাতে হতে পারে তাকে।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুসপ্তাহ না পেরোতেই এক বিস্ফোরক পরিকল্পনার কথা প্রকাশ করেন ট্রাম্প। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে জর্ডান ও মিসরে পুনর্বাসনের এক প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট। একই প্রস্তাবে তিনি আরও বলেন, গাজা উপত্যকার দখল নেবে যুক্তরাষ্ট্র। তার এই প্রস্তাবে এক ইসরায়েল ছাড়া সব আরব দেশ প্রবল আপত্তি জানায়।

এ সংক্রান্ত আরও সংবাদ