বানিয়ে ফেলতে পারেন পটপৌরি, টিপস জেনে নিন

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

বানিয়ে ফেলতে পারেন পটপৌরি, টিপস জেনে নিন

ডেস্ক রিপোর্ট:

পটপৌরি হলো শুকনা উপাদান, মসলা এবং তেলের মিশ্রণ যা ঘর সুবাসিত রাখে। এটি বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরি করা যেতে পারে। এটি কিন্তু খুব সহজে নিজেই বানিয়ে ফেলতে পারেন।

কয়েক সপ্তাহজুড়ে ঘরে সুগন্ধ ছড়াবে পটপৌরি। সোফার সামনের ছোট্ট টেবিলে কিংবা আয়নার সামনে এটি সাজিয়ে রাখতে পারেন।

সুদৃশ্য পাত্রে কিছুটা পটপোরি ঢেলে রাখলেই সুগন্ধ টের পাওয়া যায়। শৌখিন কফি কাপ, স্বচ্ছ কাচের গ্লাস, ফল রাখার কাচের পাত্রেও পটপোরি রাখা যায়।

আবার ছোট্ট সুদৃশ্য কাপড়ের বটুয়ায় ভরে বাড়ির কোনও একটি জায়গায় বা বাথরুমে ঝুলিয়ে দিতে পারেন। কাপড়ের আলমারিতে রাখলে সুগন্ধ থাকবে পোশাকে। জেনে নিন এই প্রাকৃতিক সুগন্ধি বানানোর টিপস।

পটপৌরি তৈরির জন্য এমন সব ফুল বেছে নিন, যেগুলো শুকিয়ে গেলেও তাদের রঙ নষ্ট হবে না। রাখতে পারেন গোলাপ, ল্যাভেন্ডার, জিনিয়া, গাঁদার মতো ফুল।

দারুচিনি, লবঙ্গের ব্যবহারও হয় এতে। রকমারি ফুল মিশিয়ে কিছুটা এসেনশিয়াল অয়েল যোগ করে বানিয়ে ফেলতে পারেন পটপোরি।

পছন্দের ফুলের পাপড়ির সঙ্গে কিছু লবঙ্গ, কমলার খোসা এবং দারুচিনি মিশিয়ে নিন। মিশ্রণটি ছিদ্রযুক্ত ব্যাগে নিয়ে ঝুলিয়ে দিন ঘরের কোণে।

পটপৌরি তৈরির উপকরণগুলো একটি বেকিং ট্রেতে ২ সপ্তাহের জন্য শুকিয়ে নিন। কড়া রোদে শুকাবেন। এরপর একটি মুখবন্ধ বয়ামে নিয়ে নিন শুকনো উপকরণগুলো।

বয়ামে ২ ফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করুন। এসেনশিয়াল অয়েল শুকনা উপকরণগুলোতে সুগন্ধ এবং আর্দ্রতা ফিরিয়ে আনবে। গোলাপ তেল, দারুচিনি তেল, লেবুর তেল, কমলার তেল ব্যবহার করতে পারেন পটপৌরি তৈরির জন্য।

বয়ামের মুখ বন্ধ করে ৬ সপ্তাহ পর্যন্ত রেখে দিন। এর মধ্যে শুকনা উপাদানগুলো প্রয়োজনীয় তেল শুষে নেবে এবং দীর্ঘ সময়ের জন্য সুগন্ধযুক্ত থাকবে।

শীতল, শুষ্ক জায়গায় রাখবেন বয়াম। এরপর বয়ামের ঢাকনা খুলে খোলা জায়গায় রাখুন। ঘরে চমৎকার সুগন্ধ ছড়াবে পটপৌরি।

চাইলে শুধু ফুলের পাপড়ি দিয়েও পটপৌরি বানিয়ে ফেলতে পারেন। গোলাপের পাপড়ি দিয়ে চমৎকার পটপৌরি বানানো যায়।
পটপৌরি পুরনো হয়ে গেলে কিংবা সুগন্ধ চলে গেলে আবারও এসেনশিয়াল অয়েল মিশিয়ে সপ্তাহখানেক রেখে নতুন করে ব্যবহার করুন।