সোনার সংকট

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

সোনার সংকট

নিউইয়ক প্রতিনিধি:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্কনীতির আশঙ্কায় ব্যবসায়ীরা নিউইয়র্কে বিপুল স্বর্ণ মজুত করছেন। ফলে লন্ডনে স্বর্ণের সরবরাহ সংকট দেখা দিয়েছে। ব্যাংক অব ইংল্যান্ডের (বিওই) ভল্ট থেকে স্বর্ণ উত্তোলনের জন্য চার থেকে আট সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, লন্ডন ও নিউইয়র্কের বাজারমূল্যে তফাতের কারণেও স্বর্ণের এই স্থানান্তর ত্বরান্বিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কে স্বর্ণ মজুতের উল্লম্ফনের কারণে লন্ডনে স্বর্ণের সরবরাহ সংকট দেখা দিয়েছে। এরই মধ্যে ব্যবসায়ীরা সম্ভাব্য আমদানি শুল্ক আরোপের আশঙ্কায় নিউইয়র্কে ৮২ বিলিয়ন ডলার সমমূল্যের স্বর্ণ সংরক্ষণ করেছেন।

ব্যাংক অব ইংল্যান্ডের (বিওই) ভল্ট থেকে স্বর্ণ উত্তোলনের অপেক্ষার সময় কয়েক দিনের পরিবর্তে চার থেকে আট সপ্তাহে দাঁড়িয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র বলছে, ব্যাংকটি চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে।

ব্যাংক অব ইংল্যান্ড এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। একজন শিল্প নির্বাহী জানান, ‘নিউইয়র্কে বিপুল স্বর্ণ পাঠানো হয়েছে, আর বাকিটা লন্ডনে অপেক্ষারত অবস্থায় রয়েছে। এর ফলে লন্ডনের বাজারে তারল্য কমে গেছে।’

এ সংক্রান্ত আরও সংবাদ