হালকাভাবে নিলেই বিপদে পড়তে হবে

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

হালকাভাবে নিলেই বিপদে পড়তে হবে

ডেস্ক রিপোর্ট:

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল একবার সেমিফাইনাল খেলেছিল। বৈশ্বিক কোনও টুর্নামেন্টে ওটাই বাংলাদেশের সেরা সাফল্য। এর আগে পরে বাংলাদেশ কখনও সেমিফাইনাল পার হতে পারেনি। এবারের আসরে অভিজ্ঞ ও তরুণদের মিশেলে বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশার মাত্রা খানিকটা বেশি।

ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে টপকে বাংলাদেশ দল সেমিফাইনালে পৌঁছাতে পারে কিনা সেটাই দেখার। তবে বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন মনে করেন, বাংলাদেশকে দলকে কোনও দল হালকাভাবে নিলেই বিপদে পড়ে যাবে!

দুবাইয়ের উদ্দেশে উড়াল দেওয়ার আগে নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে যাচ্ছে। শান্তর এই কথা নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ছিল।

তবে নাজমুল আবেদীন ফাহিম স্বপ্ন দেখতে চাচ্ছেন এভাবে, ‘আমার মনে হয় যে আমরা এমন একটা দল, যাদের অন্য কেউ যদি হালকাভাবে নেয়, নির্দিষ্ট কোনও দিনে যেকোনও দলকে হারিয়ে দিতে পারি। সেরকম শক্তি আমাদের আছে। সেটার ওপর ভরসা করে বলতে পারি, আমরা অনেক দূর যেতে পারবো।’

কাগজে-কলমে বাংলাদেশের প্রতিপক্ষ তিনটি দল অনেকখানি এগিয়ে থাকলেও বাস্তবতা ভিন্ন। বিসিবির এই পরিচালক মনে করেন, ‘ক্রিকেট তো এমন-ই এক খেলা, যেখানে আমরা কাগজে কলমে হিসাব করে বলতে পারি, এই দল সেই দলের সঙ্গে জিতবে। এই দল চ্যাম্পিয়ন হবে। অন্য দল রানার্সআপ হবে।

কিন্তু সেটা তো সেভাবে হয় না। চ্যাম্পিয়ন হতে পারবো কিনা, এ ব্যাপারে আমি নিশ্চিত না। কোনও ব্যাপারেই নিশ্চয়তা নেই। তবে অনেক দূর যাওয়ার মতো শক্তি এই দলটার আছে। তবে যাবোই যে, সেই নিশ্চয়তা দেওয়া যায় না।’