পুতিনের সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

পুতিনের সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্র অফিস:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার বলেছেন, তিনি খুব শিগগিরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন। তার বিশ্বাস, পুতিন সত্যিই ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে চান। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, কোনও সময় নির্ধারণ করা হয়নি, তবে এটি খুব শিগগিরই হতে পারে। ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরবে যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে আসন্ন উচ্চপর্যায়ের আলোচনা নিয়ে খুব বেশি প্রত্যাশার কথা বলেননি।

রুবিওর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল সৌদি আরবের রাজধানীতে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে।

এয়ার ফোর্স ওয়ানে একটি ফ্লাইটের পর সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, তার দল রুশ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ ও কঠোর আলোচনা করছে। প্রতিনিধিদলে মধ্যপ্রাচ্য-বিষয়ক দূত স্টিভ উইটকফও রয়েছেন। তিনি সম্প্রতি প্রায় তিন ঘণ্টা ধরে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন বলে ট্রাম্প জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ