প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শুক্রবার যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নকে গাজা সংকটে ইসরাইলের গণহত্যার প্রতি সমর্থন দেয়ার জন্য তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “এটি সভ্য মানুষের আচরণ নয়, বরং বর্বরদের আচরণ,গ্ধ এবং এসব দেশের নীতির প্রতি ক্ষোভ প্রকাশ করেন। ৯৯ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ তার দেশবাসীকে ‘সভ্যতার’ ব্যর্থ হওয়ার বিষয়টি তুলে ধরেন। মাহাথির মোহাম্মদ বলেন, ্রআমেরিকা মহান হতে চায়, কিন্ত ইসরাইলের গণহত্যায় সাহায্য এবং উৎসাহিত করছে,গ্ধ এবং ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি এই ধরনের আচরণকে ্রবর্বরদের আচরণগ্ধ হিসেবে অভিহিত করেন। তার এই বক্তব্য ইসরাইলি বাহিনীর গাজার ওপর আক্রমণের সমর্থনকারী আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতি ছিল। গত ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরাইলের হামলায় ৪৮,০০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। গাজায় এই আক্রমণের ফলে পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ ওঠেছে। গত ১৯ জানুয়ারি একটি যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময়ের চুক্তি সই হওয়া সত্ত্বেও ইসরাইলের কর্মকা-ের বিরুদ্ধে বিশ্বব্যাপী সমালোচনা অব্যাহত রয়েছে। মাহাথির আরও বলেন, ্রযারা মানবাধিকার, জীবনধারণের অধিকার এবং নির্মমতার বিরুদ্ধে কথা বলে, তারা ইসরাইলের গণহত্যাকে অর্থ এবং অস্ত্র দিয়ে সমর্থন করছে,গ্ধ। তিনি দাবী করেন যে, হাজার হাজার মানুষ খুন হচ্ছে, মারা যাচ্ছে এবং তাদের পানি বা ঔষধ সরবরাহ বন্ধ করা হয়েছে। হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবিরে আক্রমণ চলছে। এ ধরনের পরিস্থিতিতে মাহাথির মনে করেন, ্রসভ্যতা ব্যর্থ হয়েছে।গ্ধ তিনি এও বলেন, যে দেশগুলো নিজেদের সভ্য দাবি করছে, তারা যদি এই ধরনের মানবাধিকার লংঘন সহ্য করে, তবে তারা আসলেই সভ্য নয়। তার মতে, এমন পরিস্থিতি সারা বিশ্বের কাছে একটি বড় প্রশ্ন চিহ্ন সৃষ্টি করেছে। আনাদোলু এজেন্সি।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest