শাস্তির মুখে আরেক আর্জেন্টাইন কোচ

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৪

শাস্তির মুখে আরেক আর্জেন্টাইন কোচ

ডেস্ক রিপোর্ট: বিরতির পর দল দেরিতে মাঠে আসায় শাস্তি পেলেন ফের্নান্দো বাতিস্তা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না ভেনেজুয়েলা কোচ। কোপা আমেরিকার চলতি আসরে শাস্তি পাওয়া তৃতীয় কোচ বাতিস্তা। আর্জেন্টিনার লিওনেল স্কালোনি ও চিলির রিকার্দো গারেকার মতো তিনিও একজন আর্জেন্টাইন। বাংলাদেশ সময় সোমবার সকালে টেক্সাসে জ্যামাইকার মুখোমুখি হবে ভেনেজুয়েলা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাতিস্তার শাস্তি নিয়ে কথা বলেন সহকারী কোচ লেয়ান্দ্রো কুফরে। “বাতিস্তা খুবই ব্যাথিত। কারণ, তিনি দলকে নেতৃত্ব দিতে পারবেন না। তবে আমরা এই সিদ্ধান্তকে সম্মান জানাই।” টানা দুই জয়ে আগেই নক আউট পর্ব নিশ্চিত করা দলটি শেষ ম্যাচে হার এড়ালেই হবে গ্রুপ সেরা। সেক্ষেত্রে শেষ আটে তারা খেলবে কানাডার বিপক্ষে, নয়তো সামনে পড়বে শিরোপাধারী আর্জেন্টিনা। এই সমীকরণ মাথায় বিশ্রামের সম্ভাবনা একরকম উড়িয়ে দিলেন কুফরে। “নিজেদের সেরা দল নামানোর কথাই আমাদের ভাবতে হবে। কারণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কাল একটা ভালো ফল পাওয়া।”
সুত্র:এফএনএস ডটকম