প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কিনা, জানালেন মিশেল ওবামা

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৪

প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কিনা, জানালেন মিশেল ওবামা

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে জো বাইডেনের চেয়ে মিশেল ওবামার জনপ্রিয়তা বেশি- সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। এরপরই শুরু হয় নানা গুঞ্জন। তবে অবশেষে প্রার্থিতার বিষয়ে নিজের অবস্থান জানালেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।
এনবিসি নিউজকে পাঠানো এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রীর কার্যালয় বলেছে, প্রেসিডেন্ট পদে লড়ার কোনো ইচ্ছা নেই মিশেল ওবামার। যদিও তার অনেক সমর্থক এ বিষয়ে জানতে মুখিয়ে আছেন। তিনি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও প্রেসিডেন্ট জো বাইডেনের পুননির্বাচনের প্রচারে সক্রিয় সমর্থন দিয়ে যাচ্ছেন। মিশেলের কার্যালয়ের যোগাযোগবিষয়ক পরিচালক ক্রিস্টাল কারসন বলেন,
সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা প্রেসিডেন্ট পদে লড়বেন না বলে বিগত বছরগুলোতেও জানিয়েছেন। তিনি জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের পুনর্নির্বাচনের প্রচারে সমর্থন দিচ্ছেন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ভোটারদের একটি সমীক্ষায় দেখা গেছে, তাদের বেশিরভাগই প্রেসিডেন্ট পদে জো বাইডেনকে চান না। তাদের পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৮১ বছর বয়সী বাইডেনের পরিবর্তে কে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হবেন- এ নিয়ে একটি সমীক্ষা করা হয়। এতে ৪৮ শতাংশ ডেমোক্র্যাটস বাইডেনের স্থলাভিষিক্ত করার জন্য অন্য প্রার্থী খোঁজার পক্ষে ভোট দিয়েছেন আর বিপক্ষে ভোট দিয়েছেন ৩৮ শতাংশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) এ সমীক্ষার ফল প্রকাশ হয়।
এতে ২০ শতাংশ ভোট পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। মিশেলের পর কামালা হ্যারিসকে চান ভোটাররা, তারপর তাদের তৃতীয় পছন্দ হিলারি ক্লিনটন। তারা যথাক্রমে ১৫ শতাংশ ও ১২ শতাংশ ভোট পেয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ