জবাবদিহি করতে হবে পুতিনকে: ইইউ

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৪

জবাবদিহি করতে হবে পুতিনকে: ইইউ

ইন্টারন্যাশনাল ডেস্ক: নাভালনির এমন আকস্মিক মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দেখা করছেন তার স্ত্রী ইউলিয়া নাভালনায়া। সোমবার ব্রেসলসে ২৭ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ভাষণ দেন তিনি। নাভালনির অনুপস্থিতিতে দেশের স্বাধীনতার পক্ষে কাজ করে যাওয়ার পাশপাশি তিনি বলেন, ‘পুতিন রাশিয়া নয়। রাশিয়া পুতিন নয়। আমরা রাশিয়ার নাগরিক সমাজ এবং স্বাধীন গণমাধ্যমের প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখব’। বৈঠক থেকে ফিরে এসেই ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল নাভালনির মৃত্যুর জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে তিনি বলেন, ‘আমরা ইউলিয়া নাভালনার প্রতি ইইউ গভীর সমবেদনা প্রকাশ করেছি। অ্যালেক্সি নাভালনির মৃত্যুর জন্য ভ্লাদিমির পুতিন এবং তার সরকারকে জবাবদিহিতা করতে হবে।’
একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে। নেদারল্যান্ডসের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী হ্যাঙ্ক ব্রুইস স্লট বলেন, ‘এটি ভয়ানক যে আলেক্সি নাভালনি একটি মুক্ত ও গণতান্ত্রিক রাশিয়ার জন্য তার লড়াইয়ের চূড়ান্ত মূল্য পরিশোধ করেছেন’।

এ সংক্রান্ত আরও সংবাদ