বক্স অফিসে হিট দঙ্গল

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৪

বক্স অফিসে হিট দঙ্গল

ডেস্ক রিপোর্ট: বক্স অফিসে ইতিহাস সৃষ্টিকারী ছবি ‘দঙ্গল’র প্রতিটি চরিত্র এখনও দর্শকের মনে গেঁথে আছে। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই ছবির কেন্দ্রীয় চরিত্র আমির খান। আর তার কন্যার ভূমিকায় দেখা গেছে কয়েকজন তরুণীকে। এর মধ্যে ববিতা কুমার ফোগাতের ছোটবেলার চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন সুহানি ভাগনাগর।সম্ভাবনা-সুযোগ দুটোই ছিল, তবু ‘দঙ্গল’র পর পড়াশোনাতেই মন দেন সুহানি। ভেবেছিলেন, শিক্ষাজীবন শেষ করে তবেই সিনেমায় পুরোদমে নামবেন।কিন্তু সেই ভাবনা আর পূরণ হয়নি। মাত্র ১৯ বছরেই থেমে গেলো পর্দার ববিতা, বাস্তবের সুহানির জীবন।দিল্লিতে মারা গেছেন তিনি। যদিও সুহানির মৃত্যুর কারণ এখনও অস্পষ্ট।তবে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, ভুল চিকিৎসায় মারা গেছেন এই তরুণী। ভাঙা পায়ের
চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।কিন্তু ভুল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় তার মৃত্যু হয়।সুহানির অকালমৃত্যুতে আমির খানের পক্ষ থেকে শোকবার্তা দিয়েছে তার প্রতিষ্ঠান। সেই বার্তায় বলা হয়েছে, “আমাদের সুহানির চলে যাওয়ার খবর শুনে আমরা গভীরভাবে শোকাহত। তার মা পূজা’জি ও পুরো পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইলো। অসাধারণ মেধাবী এক তরুণী সে, তাকে ছাড়া দঙ্গল’ পূর্ণতা পেতো না। সুহানি, তুমি সবসময় আমাদের মনে একটি তারকা হয়ে থেকে যাবে।”