২ লাখ টাকায় বিক্রি হলো একটি লেবু

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৪

২ লাখ টাকায় বিক্রি হলো একটি লেবু

লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যে নিলামে একটি লেবু ১ হাজার ৪১৬ পাউন্ডে বিক্রি
হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৯৭ হাজার টাকার বেশি।

সম্প্রতি যুক্তরাজ্যের শর্পশায়ার শহরে ব্রিটলেস অকশনিয়ার্স নামে নিলামকারী
প্রতিষ্ঠান এটি বিক্রি করেছে। মূলত লেবুটি ২৮৫ বছরের পুরোনো। তাই এত দামে
বিক্রি হয়েছে।
দ্য সান এ খবর প্রকাশ করেছে। বিক্রেতারা লেবুটি তাদের প্রয়াত চাচার দেওয়া
পুরোনো কেবিনেটে লেবুটি দেখতে পান তারা। বাদামি রঙের লেবুর গায়ে খোদাই করে লেখা
রয়েছে, ১৭৩৯ সালের ৪ নভেম্বর মি. পি লু ফ্রাঞ্চিনির পক্ষ থেকে মিস ই
ব্যাক্সটারকে দেওয়া হলো।

এ সংক্রান্ত আরও সংবাদ