প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
ডেস্ক রিপোর্ট: তার নির্মিত কনটেন্ট মানে ব্যতিক্রম এবং চমকপ্রদ
কিছু; এমন বিশ্বাস দর্শকের মনে তৈরি করতে সক্ষম হয়েছেন রায়হান
রাফী। তরুণ এই নির্মাতা যত ছবি বানিয়েছেন, সবই হয়েছে সফল কিংবা
আলোচিত। আবার তার ছবিগুলোর মধ্যে একটি কমন ফ্যাক্টরও আছে; তা
হলো- সত্য ঘটনার নির্যাস। যদিও মুক্তির আগে বরাবরই সেই বিষয়টি
অস্বীকার করেন নির্মাতা রাফী। কিন্তু ছবি মুক্তির পর কারও আর বুঝতে
বাকি থাকে না। তবে নির্মাণের মুনশিয়ানায় পুরো বিষয়টি নিজের আয়ত্তে
রেখে দেন, প্রশংসা কুড়িয়ে থাকেন ফুরফুরে মেজাজে।
এই ফেব্রুয়ারিতেই আসছে রাফীর নির্মাণে নতুন ছবি ‘অমীমাংসিত’। নামেই
রহস্যের গন্ধ স্পষ্ট। আর সোমবার (১২ ফেব্রুয়ারি) যখন এর টিজার ছাড়া
হলো অন্তর্জালে, তখন দর্শক বলছেন, এটিও সত্য ঘটনা অবলম্বনে
বানিয়েছেন রাফী। কী সেই সত্য? সোশ্যাল মিডিয়ায় দর্শকের কিছু মন্তব্য
থেকে আঁচ করা যায়, তারা আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি
হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করছেন। একযুগ পেরিয়ে গেলেও সেই ঘটনার
রহস্য এখনও উন্মোচিত হয়নি।
তবে কি সেই অমীমাংসিত ঘটনাই পর্দায় তুলে আনছেন ‘পরাণ’ নির্মাতা?
জবাব দিলেন না। বরাবরের মতো অপেক্ষা করতে বললেন দর্শককে;
অর্থাৎ ছবিটি দেখলেই সব বোঝা যাবে।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest