সকালের ‘বসগিরি’তে নিলয়-মাহি

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৩

সকালের ‘বসগিরি’তে নিলয়-মাহি

বিনোদন ডেস্ক:

নির্মাতা সকাল আহমেদ নির্মাণ করলেন নাটক ‘বসগিরি’। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। আরও অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ। নাটকটি রচনা করেছেন সকাল আহমেদের স্ত্রী ইসরাত আহমেদ। শুটিং হয়েছে রাজধানীর উত্তরায়। নিলয় আলমগীর বলেন, ‘এই নাটকের গল্প একটি অফিসকে কেন্দ্র করে। এই অফিসের বস আমার স্ত্রী।

এই চরিত্রটিতে অভিনয় করেছেন সামিরা খান মাহি। বস কাম স্ত্রীর সঙ্গে অফিসে আমার নানা বিষয় নিয়ে সমস্যা হয় এবং এর রেশ থেকে যায় দুজনের বাড়ি ফেরার পরেও। ভীষণ হাস্যরসাত্মক গল্পের নাটক এটি।’ সামিরা খান মাহি বলেন, ‘অনেক দিন পর আমি আর নিলয় ভাই একসঙ্গে নাটক করলাম।

নাটকটি বেশ মজার এবং আনন্দের। খুব ভালো লাগল কাজটি করে।’ সকাল আহমেদ জানিয়েছেন, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে এবং পরবর্তী সময়ে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।