কলকাতার পরিচালকের সিনেমায় কাজল

প্রকাশিত: ৮:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩

কলকাতার পরিচালকের সিনেমায় কাজল

বিনোদন ডেস্ক:

বলিউড তারকা কাজলের কলকাতার সঙ্গে রয়েছে নাড়ির টান। তিনি বাঙালি পরিচালক সমু মুখোপাধ্যায়ের ও তনুজার কন্যা। যদিও কাজলের বেড়ে ওঠা মুম্বাই শহরে। মরাঠি পরিবারে বিয়ে করেছেন।

কিন্তু কলকাতায় কাজলের একটা নিবিড় যোগাযোগ রয়েছে। সবশেষ ‘সালাম ভেঙ্কি’ সিনেমার প্রচারে কলকাতায় এসেছিলেন এ নায়িকা। এ ছাড়াও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথি হয়ে এসেছেন তিনি। কিন্তু নতুন বছরেই আবার কলকাতায় আসবেন কাজল। কোনো ঝটিকা সফর নয়, বরং একটা লম্বা সময় কলকাতায় থাকবেন তিনি।

বাঙালি হলেও এখন পর্যন্ত কলকাতার পরিচালকের সঙ্গে কাজ করা হয়নি। তবে বাঙালি পরিচালক প্রদীপ সরকারের ‘হেলিকপ্টার ইলা’ সিনেমায় প্রধান চরিত্রে দেখা গিয়েছিল কাজলকে। এবার কলকাতায় কোনো বাঙালি পরিচালকের সঙ্গে জুটি বাঁধছেন কি না, সেই নিয়ে ধোঁয়াসা রয়েছে।

তবে শোনা যাচ্ছে, ‘মা’নামের একটি সিনেমায় তিনি কাজ করতে যাচ্ছেন। এটি প্রেযোজনা করছেন তার স্বামী অজয় দেবগন। জানুয়ারির শেষের দিকে কলকাতা শহরে আসবেন কাজল। যদিও তার আগে নভেম্বরে রেকি করতে আসবে অভিনেত্রীর টিম।

অজয় দেবগনের প্রযোজনায় ‘ময়দান’ সিনেমার শুটিং হয়েছে কলকাতায়। কলকাতার বেশ কিছু কলাকুশলী কাজ করেছিলেন এই সিনেমায়। শুটিং গত বছর শেষ হলেও সিনেমা মুক্তির দিন এখনো জানা যায়নি।