রোববার সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩

রোববার সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

নিউজ ডেস্ক: আগামীকাল রোববার সারা দেশে সকাল–সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। নয়াপল্টনে সমাবেশে হামলা হওয়ার পর দলের মিডিয়া সেল থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে সমাবেশ চলাকালে পুলিশ এবং বিএনপির নেতা–কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজয়নগর পানির ট্যাংক মোড়ে অবস্থানরত বিএনপি ও সমমনা দলগুলোর নেতা–কর্মীদের হামলায় পুলিশ সদস্য আবদুর রাজ্জাক গুরুতর জখম হয়েছেন। তাকে বাঁচাতে গেলে সাংবাদিকেরাও আক্রমণের শিকার হন।

বিজয়নগর পানির ট্যাংক মোড় এলাকায় পুলিশকে তিন দিক থেকে হামলা করছে বিএনপিসহ সমমনা দল ও জোটের নেতা-কর্মীরা। শনিবার দুপুর ২টা নাগাদ এ সংঘাতের শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, কালভার্ড মোড়, পুরানা পল্টন ও সেগুন বাগিচা— এই তিন দিক থেকে পুলিশকে আক্রমণ করছে বিএনপিসহ সমমনা দল ও জোটের নেতা–কর্মীরা। পানির ট্যাংক মোড়ে অবস্থান নিয়ে পুলিশও নেতা–কর্মীদের লক্ষ্য করে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ছে।

সরেজমিনে দেখা যায়, বিএনপি, গণ অধিকার, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোটের নেতা-কর্মীরা লাঠিসোঁটা হাতে এলাকায় অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ নেতা–কর্মী সন্দেহে কয়েকজনকে মারধর করেছে তারা। এই সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হয়েছে। দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।