নিজের রেকর্ড নিজেই ভাঙলেন টেইলর

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন টেইলর

ডেস্ক রিপোর্ট: সুইফ্টের একাদশ অ্যালবাম ‘দ্য টর্চার্ড পোয়েট্স ডিপার্টমেন্ট’ বেরিয়েছিল গত বছরের ১৯ এপ্রিল। মুক্তির পরই স্পটিফাইয়ের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়ার রেকর্ড গড়েছিল অ্যালবামটি। সেই অ্যালবামের প্রি-সেভ রেকর্ড ভেঙে দিয়েছে সম্প্রতি প্রকাশিত এই শিল্পীর দ্বাদশ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। এমন তথ্যই জানিয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম স্পটিফাই। গত শুক্রবার প্রকাশিত অ্যালবামটির প্রি-সেইভ সংখ্যা পাঁচ মিলিয়ন ছাড়িয়েছে বলে জানিয়েছেন তারা। স্পটিফাইয়ের নির্বাহী মেডেলিন বেনেট আরও জানিয়েছেন, টেইলরভক্তদের জন্য অ্যালবামটির নিয়মিত আপডেইট অনলাইনে উপস্থাপন করা হবে। এরইমধ্যে নতুন এ অ্যালবামের জন্য প্রশংসায় ভাসছেন পপকন্যা টেইলর সুইফ্ট। নিউইয়র্ক টাইমস, সিএনএন, ভ্যারাইটি, বিবিসি, এপি প্রতিটি সংবাদমাধ্যমে অ্যালবামটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে। যদিও ১২টি গানের এ অ্যালবামের কিছু গানের কথা নিয়ে কেউ কেউ আপত্তি তুলেছেন। ফুটবল তারকা ট্রাভিস কেলসির প্রেমে হাবুডুবু খাওয়া ৩৫ বছর বয়সি এ তারকাকে এ অ্যালবামে পাওয়া গেছে আরও প্রাণবন্তভাবে। অনেকেই বলছেন অ্যালবামে প্রেমকে অতিরঞ্জিত করেছেন শিল্পী। আবার কেউ কেউ বলছেন এটি টেইলর সুইফ্টের ‘অ্যাডাল্ট’ অ্যালবাম। মূলত ১২টি ট্র্যাকের এ অ্যালবামে শিল্পী তার জীবন এবং অনুভূতিগুলোকে তার ভক্তশ্রোতাদের সঙ্গে শেয়ার করেছেন।