কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, বুধবারের সমাবেশ সফল হবে: রিজভী

প্রকাশিত: ৬:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩

কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, বুধবারের সমাবেশ সফল হবে: রিজভী

নিউজ ডেস্ক: সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতা-কর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপির জনসমাবেশ নস্যাৎ করতে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

তবে ষড়যন্ত্র কোনো কৌশলেই কাজ হবে না বলে সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন রিজভী। তিনি বলেন, সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বুধবারের জনসমাবেশ সফল হবে।

সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান রিজভী।

রুহুল কবির রিজভী জরুরি সংবাদ সম্মেলনে জানান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু (সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি), আবুল কালাম আজাদ (আহ্বায়ক, তাঁতী দল, কেন্দ্রীয় কমিটি), যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুল আলম নাজু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেওয়াজ চৌধুরী শাওন, কালীগঞ্জ স্বেচ্ছাসেবক দলের তোফাজ্জল হোসেন মফা, কালিয়াকৈর স্বেচ্ছাসেবক দলের সরকার তুহীন, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেলিম, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্যসচিব আল-আমীন, পবা উপজেলা কৃষক দলের নেতা মো. রবিউল ইসলাম, দিনাজপুর জেলা ছাত্রদলের সভাপতি রেজা, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী সোহেল, আফজাল হোসেন পলাশকে (১ম যুগ্ম-সাধারণ সম্পাদক, ফরিদপুর জেলা বিএনপি) গ্রেপ্তার করা হয়েছে।