প্রবাসীদের জন্য ডাকযোগে ভোটের নতুন ব্যবস্থা প্রকাশ করল ইসি

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৫

প্রবাসীদের জন্য ডাকযোগে ভোটের নতুন ব্যবস্থা প্রকাশ করল ইসি

ডেস্ক রিপোর্ট:বাংলাদেশের প্রবাসী নাগরিকরা এবার ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন (ইসি) প্রবাসীদের নিবন্ধন ও ভোটদানের পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের অনুমোদনের পর ইসির ওয়েবসাইটে প্রক্রিয়াটি প্রকাশ করা হয়। ইসির নির্দেশনায় বলা হয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসীরা প্রথমে নিবন্ধন করবেন। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট এবং বিদেশের ঠিকানা দিয়ে নিবন্ধন সম্পন্ন করা যাবে। লাইভ ফেস ভেরিফিকেশন ও সেলফির মাধ্যমে তথ্য যাচাই শেষে প্রবাসীরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। নিবন্ধন সম্পন্ন হলে ইসি নির্দিষ্ট সময়ে ভোটারের বিদেশের ঠিকানায় খাম পাঠাবে। বড় একটি খামের মধ্যে ব্যালট পেপার, ঘোষণাপত্র এবং ফেরত খাম থাকবে। ব্যালট পেপারে শুধু প্রার্থীর প্রতীক থাকবে, নাম থাকবে না। প্রতীকের পাশে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দিতে হবে। এরপর ঘোষণাপত্রে স্বাক্ষর করে ব্যালট পেপার ফেরত খামে ভরে নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে হবে। ভোট দেওয়ার প্রতিটি ধাপ ট্র্যাক করার সুযোগ থাকবে প্রবাসীদের। ব্যালট তৈরি হওয়া থেকে শুরু করে রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছানো পর্যন্ত ছয় ধাপে প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা যাবে। ইসি জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া অনুমোদনের পর দ্রুত সংবাদমাধ্যমে প্রচার এবং ব্যাপক প্রচারণা চালানো হবে। নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ