প্রকাশিত: ৭:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩
ক্রীড়া ডেস্ক: সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার হলেও গত বছর ফিফা বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হয়েছিল আর্লিং হলান্ডকে। এবার দর্শক হয়ে থাকতে হতে পারে ২০২৪ ইউরোতেও। হলান্ডের দল নরওয়ে বাছাইপর্বে সরাসরি ইউরোতে খেলার টিকিট কাটতে পারেনি।
নরওয়ের ইউরো খেলার স্বপ্নে সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে গত রাতে অসলোতে অনুষ্ঠিত স্পেনের বিপক্ষে ম্যাচে। ৪৯তম মিনিটে গাভির দেওয়া একমাত্র গোলে ১–০–তে জিতেছে স্পেন। এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে ইউরো’২৪ নিশ্চিত করেছে সাবেক চ্যাম্পিয়নরা। স্পেনের পাশাপাশি ইউরোর চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে স্কটল্যান্ডও। ৬ ম্যাচ খেলে স্পেন, স্কটল্যান্ড দুই দলের পয়েন্টই ১৫ করে। আর এক ম্যাচ বেশি খেলে নরওয়ের পয়েন্ট ১০। অর্থ্যাৎ, শেষ ম্যাচ জিতলেও স্পেন, স্কটল্যান্ডকে স্পর্শ করার সুযোগ নেই হলান্ডদের।
ফিফা র্যাঙ্কিংয়ে ৪৩ নম্বরে থাকা নরওয়ের জন্য ইউরো খেলার সম্ভাবনা অবশ্য পুরোপুরি শেষ হয়ে যায়নি। আগামী বছর জার্মানিতে হতে যাওয়া আসরে ৩টি জায়গা রাখা হয়েছে প্লে–অফের জন্য। প্লে–অফে খেলবে উয়েফা নেশনস লিগের প্রতিটি লিগের (এ, বি ও সি) সেরা চারটি দল, যারা সরাসরি ইউরোর টিকিট কাটতে পারেনি। তবে সেই প্লে–অফে নরওয়ের জায়গা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। লিগ ‘বি’তে নরওয়ের অবস্থান এখন ৮ নম্বরে। প্রতিটি লিগ থেকে সুযোগ পাবে চারটি দল।
নরওয়ের ওপরে থাকা দলগুলোর মধ্যে ইসরায়েল, ফিনল্যান্ড ও বসনিয়া–হার্জেগোভিনা প্লে–অফ খেলা নিশ্চিত করেছে। বাকিদের মধ্যে স্কটল্যান্ড ইউরোয় চলে গেছে, সার্বিয়া ইউরো বাছাইয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে থাকায় তাদেরও সরাসরি চলে যাওয়ার সুযোগ আছে। আর বাকি থাকা ইউক্রেন ও আইসল্যান্ডের প্লে–অফের সুযোগ নেই। নরওয়েকে প্লে–অফে খেলতে হলে সার্বিয়াকে অবশ্যই বাছাই থেকে সরাসরি ইউরোর টিকিট কাটতে হবে। তবেই সুযোগ মিলবে হলান্ডদের। এরপর ১২ দলের সেই প্লে–অফে চার দলের তিন গ্রুপের সেরা দলটি পাবে জার্মানির টিকিট।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest