আফগানিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ইংল্যান্ড

প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়ায় তারা। বাংলাদেশকে হারায় বড় ব্যবধানে। অন্যদিকে, নিজেদের প্রথম দুই ম্যাচেই হারের তিক্ত স্বাদ পায় আফগানিস্তান। বাংলাদেশের পর হারে ভারতের কাছেও। ইংল্যান্ড ও আফগানিস্তান দুটি দল আজ পরস্পর মুখোমুখি হয়েছে।

বিশ্বকাপে আজ রোববার (১৫ অক্টোবর) নিজেদের তৃতীয় ম্যাচে দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিং বেছে নিয়েছে ইংল্যান্ড।

টসে জিতে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আগে বোলিং নেওয়ার নির্দিষ্ট কোনো কারণ নেই। উইকেট দেখে মনে হয়েছে বেশ ভালো ব্যাটিং উইকেট। আমরা প্রতিভাবান একটা দলের বিপক্ষে খেলতে নামছি। তবে, নিজেদের দিকে মনযোগটা রাখছি। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে অনেক উন্নতি হয়েছে। সেটি ধরে রাখতে চাই।‘

আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি বলেন, ‘টস জিতলে আমরাও বোলিং নিতাম। এই পিচ রানের জন্য ভালো। আমরা চাইব যত বেশি সম্ভব রান করে তাদের চাপে ফেলতে। ৩০০-র ওপর লক্ষ্য দিতে পারলে আমাদের স্পিনারদের সুযোগ আছে ম্যাচটা ধরার।‘