দেশে ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষের প্রভাব পড়বেনা: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩

দেশে ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষের প্রভাব পড়বেনা: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে ইসরায়েলের চলমান সংঘর্ষ বাংলাদেশে কোন প্রভাব ফেলবে না। ইসরায়েলের সাথে আমাদের কোন ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক নেই। আমরা তাদের স্বীকৃতি দেইনি। তবে চলমান সংঘর্ষের কারণে পুরো বিশ্ব ধাক্কা খাবে। সেই ধাক্কায় কিছু অসুবিধা হতে পারে।

গত শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের শিবেরবাজার জিসি-কোম্পানিগঞ্জ সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে রয়েছি। আমরা সবসময় শান্তি চাই। ফিলিস্তিন-ইসরায়েল ২টি আলাদা রাজ্য না হলে সেখানে শান্তি আসবে না।

হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে. এম রফিকুজ্জামানের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সদস্য মবশ্বির আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ এনামুল হাবিব, সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার, উপজেলা প্রকৌশলী মো. হাসানুজ্জামান, জালালাবাদ থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হিরন মিয়া, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোশাহিদ আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ ইউনিয়ন পরিষদের সচিব, সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ৭০ কিলো মিটার রাস্তার সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি।