প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫
ক্রীড়া ডেস্ক:
ভারতের লক্ষ্য ২৫ বছরের বদলা নেওয়া। নিউজিল্যান্ডের উদ্দেশ্য সেই ভারতকে কাঁদিয়ে আরও একটি আইসিসির শিরোপা জেতা। এই দুইয়ের মিশেলে দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ভারত-নিউজিল্যান্ড ফাইনাল জমে উঠেছে। দলের দুই সেরা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি আউট হওয়াতে চাপে ভারত।
২৫২ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালো হলেও হঠাৎই খেই হারিয়েছে ভারত। টপ অর্ডারের তিন ব্যাটার শুবমান গিল, রোহিত, কোহলিকে হারিয়ে চাপে পড়েছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে ৩ উইকেটে ১৬১ রান করেছে এশিয়ার দলটি। নিউজিল্যান্ডের দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ে উইকেট হারানোর পাশাপাশি রান করতেও সমস্যা হচ্ছে রোহিতের দল।
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নেমে ভারতের দুই ওপেনার গিল ও রোহিত ১১২ বলে ১০৫ রানের জুটি গড়েছেন। উদ্বোধনী এই জুটি ভেঙেছে মূলত গ্লেন ফিলিপসের নৈপুণ্যে। ১৯তম ওভারের চতুর্থ বলে মিচেল স্যান্টনারকে শর্ট এক্সট্রা কাভারের ওপর দিয়ে তুলে মারতে যান গিল। সুপারম্যানের মতো ডান দিকে উড়ে ছো মেরে ক্যাচটি লুফে নিয়েছেন ফিলিপস। ৫০ বলের ইনিংসে ১ ছক্কা মেরে ৩১ রান করেন গিল।
উদ্বোধনী জুটি ভাঙার ঠিক পরের ওভারে কোহলির উইকেট হারায় ভারত। ২০তম ওভারের প্রথম বলে ভারতীয় তারকা ব্যাটারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মাইকেল ব্রেসওয়েল। রান তাড়ায় ওস্তাদ কোহলি এবার ২ বলে ১ রান করে আউট হয়েছেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। নিউজিল্যান্ডের স্পিনারদের ঘূর্ণিতে যখন ভারত হাঁসফাঁস করছে, তখন রোহিত নিজের উইকেটটা ছুড়ে এসেছেন। ২৭তম ওভারের প্রথম বলে রাচীন রবীন্দ্রকে উইকেট ছেড়ে রোহিত বেরিয়ে আসেন। নিউজিল্যান্ড উইকেটরক্ষক টম ল্যাথাম সহজেই স্টাম্পিং করেছেন। ৮৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৬ রান করেন রোহিত।
টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে মুহূর্তেই বিনা উইকেটে ১০৫ রান থেকে ৩ উইকেটে ১২২ রানে পরিণত হয় ভারত। চতুর্থ উইকেটে অক্ষর প্যাটেল ও শ্রেয়াস আইয়ার গড়েছেন ৩৯ রানের জুটি। এই জুটি এরই মধ্যে ৫৩ বল খেলেছে। আইয়ার ৩৫ রানে অপরাজিত। অক্ষর ব্যাটিং করছেন ১৩ রানে।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest