প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২৫
রাসেল আহমদ,
গণতন্ত্রের মাতৃভূমি খ্যাত, মাল্টিকালচারেল,ও মাল্টিন্যাশনালের বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের শাহজালাল বাংলা স্কুলে ভাষা সংগ্রামের অহংকারের ৭৩ বছর পালন উপলক্ষে গত বৃহস্পতিবার (২৭ শে ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় শাহজালাল কালচারাল সেন্টারে
কবিতা আবৃত্তি ও এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
কার্ডিফ বাংলা স্কুল কমিটির সেক্রেটারি কমিউনিটি লিডার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং স্কুল কমিটির ট্রেজারার এস এ খান লেনিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায়
শাহজালাল মসজিদ কমিটির সাবেক চেয়ারম্যান
বিশিষ্ট ব্যাবসায়ী আনা মিয়া, স্কুল কমিটির সাবেক সভাপতি আক্তার উজ্জামান কুরেশি নিপু, আব্দুল মুমিন, শেখ আতিকুজ্জামান, ও স্কুলের শিক্ষিকা আফিফা জান্নাত বক্তব্য রাখেন।
আমাদের ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাবার পর অমর একুশের চেতনা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা জোগাচ্ছে বলে উল্লেখ করে ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও কার্ডিফ বাংলা স্কুল কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর সহ
সকল বক্তারা ব্রিটেনে বেড়ে উঠা নব প্রজন্মের সন্তানদেরকে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং গৌরবময় অধ্যায় তুলে ধরতে ও বাংলা ভাষা সম্মন্ধে সম্মক ধারণা প্রদানের লক্ষ্যে বাংলা স্কুলে পাঠানোর ওপর গুরুত্ব আরোপ করতে
কমিউনিটির সবাইকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন।
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest