আগেভাগে হামজাকে নিয়ে শিলং যাবে বাংলাদেশ

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

ভারতের বিপক্ষে এশিয়ান কাপে বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচকে সামনে রেখে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। ২৫ মার্চ ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের আসন্ন এই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতির সময়ক্ষণ চূড়ান্ত হয়েছে।

আপাতত দুই ধাপে ঢাকায় ও সৌদি আরবে প্রস্তুতি নেওয়া হবে। এমন তথ্য জানিয়েছে, তাবিথ আউয়ালের নেতৃত্বে গঠিত ন্যাশনাল টিমস কমিটি।

ভার্চুয়াল মিটিংয়ে সোমবার বসে কমিটি। সেখানে মোট তিনটি সিদ্ধান্ত হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগের দশম রাউন্ডের খেলা শেষে ২৮ ফেব্রুয়ারি ঢাকায় ক্যাম্প শুরু করবেন হাভিয়ের কাবরেরা। পাঁচ দিন ক্যাম্প করার পর দল ছোট করে নিবিড় অনুশীলনের জন্য দল যাবে সৌদি আরবে।

সেখানে ৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত চলবে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরপর ২০ কিংবা ২১ মার্চ দল যাবে ভারতের শিলংয়ে। কলকাতায় কয়েক ঘণ্টা যাত্রাবিরতির পর সরাসরি শিলংয়ে পৌঁছাবে হামজা চৌধুরীসহ পুরো দল। সেখানকার আবহাওয়াসহ সবকিছুর সঙ্গে মানিয়ে নিতেই একটু আগেভাগে যাওয়া।

২৫ মার্চের গুরুত্বপূর্ণ এই ম্যাচ সামনে রেখে এরই মধ্যে ৩৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন কাবরেরা। এই দলের ম্যানেজার হিসেবে আগের মতোই আমের খানকে দায়িত্ব দিয়েছে ন্যাশনাল টিমস কমিটি।