প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
ডেস্ক রিপোর্ট: অনেক আশা ভরসা নিয়ে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার সৌদি প্রো লিগ ক্লাব আল হিলালে গিয়েছিলেন। কিন্তু চুক্তি শেষ হওয়ার ছয় মাস আগেই সমঝোতার ভিত্তিতে ক্লাবটি ছেড়ে পাড়ি দিয়েছেন বাল্যকালের ক্লাব সান্তোসে। ২০২৩ সালের আগস্টে যোগ দিয়ে আল হিলালে মাত্র সাত ম্যাচ খেলেছেন তিনি। চুক্তির দুই বছর পূর্ণ হওয়ার আগেই চলে যেতে হলো তাকে। ব্রাজিলের শীর্ষ গোলদাতার বিদায়ের পর প্রথমবার এনিয়ে কথা বললেন আল হিলালের প্রধান নির্বাহী এস্তেভে কালজাদা। নেইমার আল হিলালে যোগ দিয়ে এক বছর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন। তারপর আর ফিটনেস ফিরে না পাওয়ায় স্কোয়াডে ডাক পাওয়া মুশকিল হয়ে গিয়েছিল। জার্মান এক সংবাদপত্রকে কালজাদা জানালেন, আল হিলালের প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করার সামর্থ্য আর নেই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের। কালজাদা বলেছেন, ‘আমাদের দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা খুবই কঠিন। বিদেশি খেলোয়াড়দের জন্য আমাদের জায়গা সীমিত। যারা আছে তারা চমৎকার করছে। আমাদের উদ্দেশ্য পূরণে যেমন পারফরম্যান্স প্রয়োজন, সেই পর্যায়ে নেই নেইমার।’ তার মতে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ওপরে কখনও নির্ভরশীল ছিল না আল হিলাল। এই চুক্তি বাতিল করা সব পক্ষের জন্য লাভজনক হয়েছে বললেন কালজাদা। তিনি বলেছেন, ‘আমি খুব দুঃখিত যে আমরা নেইমারকে সেভাবে পাইনি। সে আসতেই লিগামেন্টের চোটে পড়লো। তার চলে যাওয়া প্রমাণ করে যে আল হিলালে আমরা এমন খেলোয়াড় চাই, যারা সর্বোচ্চ পারফরম্যান্স করতে পারে।’ কালজাদা বলেছেন, ‘নেইমার আমাদের বিপণন সাফল্যে অবদান রেখেছিল, কিন্তু আমাদের কাছে খেলার মাঠের পারফরম্যান্স সবার আগে। তারপরই আমরা উপসংহারে আসি যে আমাদের প্রত্যাশা অনুযায়ী তার খেলার সামর্থ্য ছিল না। চুক্তি বাতিলের সমঝোতা সব পক্ষের জন্য লাভজনক ছিল।’
A Concern Of Positive International Inc
Mahfuzur Rahman Mahfuz Adnan
Published By Positive International Inc, 37-66, 74th Street Floor 2, Jackson Heights, New York 11372.
Phone : 9293300588, Email : info.shusomoy@gmail.com,
………………………………………………………………………..
Design and developed by Web Nest