এক ঘণ্টায় শেষ ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫

এক ঘণ্টায় শেষ ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট

ডেস্ক রিপোর্ট : ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেটপ্রেমীদের জন্য অন্যরকম উত্তেজনা। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই দেখতে চায় বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থক। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই দলের লড়াই ঘিরে শুরু থেকেই ছিল তুমুল উত্তেজনা। আর সেই উত্তেজনার প্রতিফলন ঘটল ম্যাচের টিকিট বিক্রিতে, মাত্র এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে ২৫ হাজার আসনের সব টিকিট। গতকাল দুবাইয়ের স্থানীয় সময় বিকেল ৪টায় অনলাইনে ও বুথে একযোগে শুরু হয় চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট বিক্রি। এর পর মাত্র এক ঘণ্টার মধ্যেই ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়।

শুধু ভারত-পাকিস্তান ম্যাচ নয়, একইভাবে বাংলাদেশ-ভারতসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর টিকিটও কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, শুধু দুবাই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার থাকলেও অনলাইনে টিকিট কেনার জন্য অপেক্ষায় ছিলেন অন্তত দেড় লাখ ক্রিকেটপ্রেমী। এই বিশাল চাহিদার ফলে অনেক সমর্থকই টিকিট না পেয়ে হতাশ হয়েছেন। একজন ভারতীয় সমর্থক জানান, ‘আমি জানতাম টিকিটের জন্য লম্বা লাইন থাকবে, কিন্তু এত দ্রুত শেষ হয়ে যাবে তা কল্পনাও করিনি।’ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি দর্শকদের বিপুল আগ্রহের কারণে টিকিটের মূল্যও ছিল বেশ চড়া। সাধারণ আসনের টিকিটের দাম শুরু হয়েছিল ১২৫ দিরহাম (প্রায় ৪,২০০ টাকা) থেকে, তবে প্লাটিনাম লাউঞ্জের টিকিটের মূল্য ছিল প্রায় ৬৬ হাজার টাকা, আর গ্র্যান্ড লাউঞ্জের দাম গিয়ে ঠেকেছে ১ লাখ ৬৫ হাজার টাকায়।

কিন্তু এত চড়া দাম সত্ত্বেও টিকিট শেষ হয়ে গেছে চোখের পলকে। ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে এত হুড়োহুড়ির কারণ সহজেই অনুমেয়। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও ক্রীড়াগত প্রতিদ্বন্দ্বিতা থাকায় তাদের মুখোমুখি লড়াই সবসময়ই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায় ক্রিকেটপ্রেমীরা শুধুমাত্র আইসিসির টুর্নামেন্টগুলোতেই এই দুই দলকে একে অপরের বিপক্ষে দেখতে পান। এ কারণেই এই ম্যাচের চাহিদা আকাশচুম্বী। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে পাকিস্তান, তবে ভারত তাদের কোনো ম্যাচ পাকিস্তানের মাটিতে খেলবে না। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে আইসিসি হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজন করছে।

ভারতের সব ম্যাচ হবে দুবাইতে, আর পাকিস্তানসহ অন্যান্য দলগুলো তাদের ম্যাচ খেলবে পাকিস্তানের বিভিন্ন ভেন্যুেত। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট, আর ভারত-পাকিস্তান মহারণ অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। প্রতিবারের মতো এবারও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই। ম্যাচের টিকিট বিক্রি হয়ে যাওয়ার মধ্য দিয়েই বোঝা যায়, কতটা উত্তেজনায় অপেক্ষা করছে দর্শকরা। তবে শেষ হাসি কারা হাসবেÑরোহিত শর্মার ভারত, নাকি বাবর আজমের পাকিস্তান? সেই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।